ভারত
ধর্ষণে বাধা দেয়ায় তরুণীকে জীবন্ত পুড়িয়ে হত্যা
বিশেষ সংবাদদাতা
(১ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৩, সোমবার, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন
বিবাহিতা তেইশ বছরের তরুণী চার ধর্ষণকারীকে বাধা দিয়েছিলেন। চার ব্যর্থ ধর্ষক তরুণীর দেহে আগুন ধরিয়ে দেয়। সত্তর শতাংশ বার্ন নিয়ে তরুণীর মৃত্যু হয় রোববার সকালে। চারজনের মধ্যে তিনজনই তরুণীর আত্মীয় বলে জানা গেছে। হাজারীবাগের এসপি রতন বলেন, তরুণীর স্বামীর বয়ান এও অসঙ্গতি পাওয়া যাচ্ছে। এটি তাঁর চতুর্থ বিবাহ। আগের তিন স্ত্রীরই মৃত্যু হয়েছে। গত ৭ই জানুয়ারি তেইশ বছরের তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। তরুণী প্রাণপণে বাধা দিলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে তারা তরুণীকে জ্বালিয়ে দেয়।
পাঠকের মতামত
ওদের নোংরামী দেখে পরে আমাদের শয়তানগুলিও শুরু করে।
গতবার যেমন ব্যাংগালোরে পুলিশ বিচার করেছিল এক ডাক্তারনীর লরি চালকদের । ঠিক তেমনই বিচার হলেই জনগণ খুশী হবেন ।
এই মামলাগুলো বিলম্ব না করে আসামিদের ধরে ওদেরকে ও আগুনে পুড়িয়ে মারলে অপরাধগুলো ৯০%+ বন্ধ হবে ইনশাআল্লাহ