ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ইতালি নয়, আর্জেন্টিনার হয়েই খেলবেন সেনেসি

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২১ মে ২০২২, শনিবার, ২:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন

mzamin

জাতীয়তা আর্জেন্টাইন, নাগরিকত্ব রয়েছে ইতালিরও। সেই সুবাদে মার্কোস সেনেসি একইসঙ্গে ডাক পান দেশ দুটির জাতীয় ফুটবল দলে। অবশেষে মাতৃভূমিকেই বেছে নিলেন ফিওনুর্দে ডিফেন্ডার। সেনেসিকে নিয়েই ফিনালিসিমার জন্য ২৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী ইতালি। দুই চ্যাম্পিয়ন দল আগামী ১লা জুন ওয়েম্বলি স্টেডিয়ামে একটি ম্যাচ খেলবে। ম্যাচটির নাম দেয়া হয়েছে ফিনালিসিমা। গত ১৩ই মে সেই ম্যাচটির জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাকেন ডাচ ক্লাব ফিওনুর্দে ডিফেন্ডার মার্কোস সেনেসিকে। একই সময়ে ইতালির রবার্তো মানচিনিও দলে রাখেন তাকে। 

দুদিন আগে আর্জেন্টিনার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন সেনেসি।

বিজ্ঞাপন
আর্জেন্টাইন ক্রীড়া সংবাদপত্র ‘ওলে’কে দেয়া সাক্ষাৎকারে সেনেসি বলেন, ‘এটা সত্য যে, ইতালির কাছ থেকে ডাক পেয়েছি আমি। এ ব্যাপারে রবার্তো মানচিনির সঙ্গে কথা হয়েছে আমার। আর্জেন্টাইন কোচিং স্টাফদের সঙ্গেও কথা হয়েছে। আমি তাদের বলেছি, নিজের দেশের প্রতিনিধিত্ব করতে উদগ্রীব হয়ে আছি। আমার সিদ্ধান্তটি পরিষ্কার।’

মানচিনির প্রচেষ্টা নিয়ে সেনেসি বলেন, ‘সে আমাকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। মানচিনি আমাকে জাতীয় দলের (ইতালি) পুনর্গঠনের গুরুত্বপূর্ণ অংশ বানাতে চেয়েছেন।’
সেনেসি সহ ফিনালিসিমার জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। লিওনেল মেসির নেতৃত্বে ২৮ সদস্যের চূড়ান্ত দলে রয়েছেন লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া, পাওলো দিবালা। 

ইনজুরিতে পড়ায় গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে শঙ্কা জেগেছিল। তবে আর্জেন্টাইন ভক্তদের জন্য সুখবর, চোট সারিয়ে দলে ফিরছেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক। মার্টিনেজের সঙ্গে আরো তিন গোলকিপারকে স্কোয়াডে রেখেছেন স্কালোনি। ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো এবং জেরোনিমো রুল্লি রয়েছেন আর্জেন্টিনা দলে।
এদিকে চোট সারিয়ে ডিফেন্স সামলাতে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো। রয়েছেন নিকোলাস ওটামেন্ডিম ফয়েথ ও তাগলিয়াফিকোর মতো তারকারা।

চোটের কারণে বাদ পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস। প্রাথমিক দল থেকে বাদ পড়া আরেক নিয়মিত মুখ এমিলিয়ানো বুয়েন্দিয়া।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), জেরেনিমো রুল্লি (ভিয়ারিয়াল), হুয়ান মুসো (আতালান্তা)
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফথে (ভিয়ারিয়াল), জেরমান পেৎসেয়া (রিয়াল বেতিস), নেহুয়েন পেরেজ (উদিনেস), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)
মিডফিল্ডার: লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), মার্কোস সেনেসি (ফিওনুর্দে), মার্কোস আকুনা (সেভিয়া), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), অ্যালেক্সিজ ম্যাক-অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজিকুয়েল পালাসিও (লেভারকুসেন), জিওভানি লো সেলসো (ভিয়ারিয়াল)
ফরোয়ার্ড: আলেসান্দ্রো গোমেজ (সেভিয়া), আনহেল ডি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (জুভেন্টাস), লিওনেল মেসি (পিএসজি), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জুলিয়ান আলভারেজ (রিভারপ্লেট), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), আনহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status