ভারত
কলকাতা কথকতা
সুপ্রিম কোর্টে ডি এ মামলার শুনানি আজ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন

রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা পাবেন কিনা সেই মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী আজ এই মামলার রায় হতে পারে ধরে নিয়ে আশায় এবং আশঙ্কায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের গড়ে দেয়া ডিভিশন বেঞ্চে এই মামলার বিচার হবে। ডিভিশন বেঞ্চে আছেন বিচারপতি দীনেশ মহেশ্বরী ও ঋষিকেশ রায়। ডিসেম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা শুনতে রাজি না হওয়ায় নতুন বেঞ্চ গড়ার প্রয়োজন দেখা দেয়। সুপ্রিম কোর্ট এই মামলায় সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে বলেছিলো। সেই হলফনামা সুপ্রিম কোর্ট পেয়ে গেছে। তাই, দীর্ঘদিন ঝুলে থাকা এই মামলার রায় এদিনই হওয়ার সম্ভাবনা বেশি। উল্লেখযোগ্য, কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্যে। হাইকোর্টের এই আদেশ চ্যালেঞ্জ করে মমতা সরকার সুপ্রিম কোর্টে যায়।