ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চাঁদপুরে পুলিশ প্রটোকল নেয়া ভুয়া বিচারপতি আটক

চাঁদপুর প্রতিনিধি
২১ মে ২০২২, শনিবার
mzamin

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিচারপতি পরিচয় দিয়ে পুলিশ প্রটোকল নিতে গিয়ে এক ব্যক্তি আটক হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় বিপ্লব প্রধান (৪০) নামের ওই যুবককে আটক করে পুলিশ। তিনি মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। পেশায় ওয়ার্কশপ ব্যবসায়ী। পুলিশ জানায়, নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেন মো. বিপ্লব প্রধান (৪০)। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল ও সুবিধা নেন। কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছলে সেখানকার ট্রাফিক পুলিশের কাছেও নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কল করে জানানো হয়- উচ্চ আদালতের একজন বিচারপতি দাউদকান্দি হয়ে গাড়িতে করে মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামে তার বাড়িতে যাচ্ছেন। এরপর থানার পুলিশ কর্মকর্তা মো. রুহুল আমিন, মো. শামসুদ্দিন, আবুল ফজল ও মো. হেলাল উদ্দিন ওই ব্যক্তিকে প্রটোকল দেন। পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বসতঘরের অবস্থাসহ অন্যান্য বিষয় দেখার পর সন্দেহ হয়।

বিজ্ঞাপন
পরে এ নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভুয়া বিচারপতি হিসেবে পরিচয় দেয়ার কথা স্বীকার করেন। এরপর সেখান থেকে বিপ্লবকে আটক করে থানায়  নেয় পুলিশ। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও মামলা হয়নি। এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে বিপ্লব প্রধান স্ট্রোক করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এদিকে একটি সূত্র জানায়, আটককৃত বিপ্লবের বিরুদ্ধে চাঁদপুরের দি চাঁদপুর মাল্টিপারপাসের অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় এক বছরের কারাদন্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ রয়েছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status