ভারত
২০ কোটি টাকায় কুকুর! ভারতবর্ষের বেশিরভাগ মানুষ নাকি এখনও অর্ধাহারে থাকেন
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ৮ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

যে দেশের বেশিরভাগ মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বাস করেন, অর্ধাহারে থাকেন, সেই দেশেরই মানুষ কুড়ি কোটি টাকা ব্যয় করে কুকুর কেনেন।
এই বিপরীত ধর্মিতাই যেন ভারতের ট্রেডমার্ক হয়ে যাচ্ছে। বেঙ্গালুরুর ডগ ব্রিডার সতীশ এর কথাই ধরুন। সতীশ কুমার সম্প্রতি ২০ কোটি টাকা দিয়ে একটি কোকেশিয়ান শেফার্ড কিনেছেন। তিনি ইন্ডিয়ান ডগ ব্রিডারস এসোসিয়েশনের সচিব। সতীশ কুকুরের প্রজনন করিয়ে উন্নতমানের কুকুরছানা উৎপাদন করে বিক্রি করেন। যে কোকেশিয়ান শেফার্ডটি তিনি কিনেছেন, তার বয়স দেড় বছর। নাম -কাডারমা হায়দার। এই হায়দার আবার এয়ার কন্ডিশনার ছাড়া থাকতে পারে না। তাই সতীশ তার কেনেলে বাতানুকূল যন্ত্র বসিয়েছেন। কুড়ি কোটির কুকুরের দলাই মলাই করার জন্য চারজন লোক আছে। চার বেলা রাজসিক খাবার খায় হায়দার। ভারতের অর্ধেকের বেশি মানুষ অর্ধভুক্ত থাকতে পারে, কিন্তু কুড়ি কোটির কুকুরের ভরপেট না থাকলে চলে? এর আগেও কোটি টাকা দাম দিয়ে দুটি কোরিয়ান মাস্তিফ কিনেছিলেন সতীশ, তাঁর আছে আর একটি টিবেটিয়ান মাস্তিফ, যার দাম এক কোটি টাকা। সতীশ জানেন প্রজননক্ষম হলেই হায়দার তাঁর ভাগ্য ফেরাবে। তাই তার এখন জামাই আদর। কুড়ি কোটি টাকার কুকুর বলে কথা!