ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

যুক্তরাষ্ট্র সফরে ইমরান খানের পক্ষ নিলেন বিলাওয়াল

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২০ মে ২০২২, শুক্রবার, ১২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পররাষ্ট্রনীতির অধীনে রাশিয়া সফরের পক্ষে অবস্থান নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, কখনো কোনো যুদ্ধের অংশ নয় পাকিস্তান এবং তা হতেও চায় না। তিনি বলেন, সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকারকে সুযোগ দেয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন যে, ইমরান খানের একজন দায়িত্বশীল বিরোধী দলীয় নেতা হিসেবে ভ‚মিকা রাখা উচিত। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। 

ক্ষমতাচ্যুত করার জন্য বার বারই মার্কিন সরকারকে অভিযুক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বিশ্বাস করেন ইউক্রেনে রাশিয়া যখন আগ্রাসন চালায়, সে সময় তিনি রাশিয়া সফরে যাওয়ার কারণে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চা করে যাওয়ার ওপর জোর দেন।

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিলাওয়াল। তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেন ফোনে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে বিলাওয়াল নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে বৃহস্পতিবার সংবাদ সম্মেল করেছেন তিনি।

বিজ্ঞাপন
তাতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফর সংক্রান্ত একটি প্রশ্নের জবাব দেন বিলাওয়াল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের বিষয়ে উদ্বেগ থাকলেও আমি তার পক্ষে অবস্থান নেবো। কারণ, তার পররাষ্ট্রনীতির অধীনেই এই সফরে গিয়েছিলেন। 

বিলাওয়াল আরও বলেন, কেউই জানতো না যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ হবে।  তার ভাষায়- এমন একটি নিরপরাধ কাজের জন্য পাকিস্তানকে শাস্তি দেয়াটা খুবই অন্যায় বলে আমি বিশ্বাস করি। অবশ্যই শক্তি প্রয়োগের বিরুদ্ধে জাতিসংঘের মূলনীতির পক্ষে পাকিস্তানের স্পষ্ট অবস্থান। আমরা এসব মূলনীতির পক্ষে। আমরা অব্যাহতভাবে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ সমাধানের জন্য শান্তি, সংলাপ এবং কূটনীতির ওপর গুরুত্বারোপ করে যাবো। বিলাওয়াল আরও বলেন, অবশ্যই এর প্রেক্ষাপটে আমরা কোনো আগ্রাসীর পক্ষে অবস্থান নেবো না। 

তিনি বলেন, পাকিস্তানের নিজেরই তো অনেক সমস্যা আছে। আফগানিস্তানে দুই দশক ধরে যুদ্ধ প্রত্যক্ষ করেছে পাকিস্তান। এই যুদ্ধ নিয়ে পাকিস্তান এখন ক্লান্ত। এতে প্রাণ গেছে শিশুদের, নেতৃত্বের, পুরুষদের ও নারীদের। আমরা এখন বিশ্বাস করি সংলাপ ও কূটনীতির মাধ্যমে বহু সমস্যার সমাধান করা যায়।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status