বিশ্বজমিন
ইউক্রেনের নতুন কোনো অঞ্চল দখলের ইচ্ছে নেই রাশিয়ার: পেসকভ
মানবজমিন ডেস্ক
(৯ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৬ পূর্বাহ্ন

রাশিয়া নতুন করে ইউক্রেনের আর কোনো অঞ্চল দখল করতে চায় না। তবে রাশিয়ার যেসব এলাকা ইউক্রেন দখল করে রেখেছে তা উদ্ধারে সামরিক অভিযান চলবে। দুই দেশের চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে এমন বার্তাই দিয়েছে ক্রেমলিন। এর মাধ্যমে মূলত বুঝানো হয়েছে, খেরসন, দনেতস্ক ও ঝাপোরিঝিয়ার যেসব এলাকা এখনও ইউক্রেনের সেনাবাহিনীর অধীনে আছে তা দখল করাই এখন রাশিয়ার প্রধান টার্গেট। এ খবর দিয়েছে স্পুটনিক।
গত সেপ্টেম্বরে এক বিতর্কিত গণভোটের মধ্য দিয়ে ইউক্রেনের চার অঞ্চলকে নিজের সঙ্গে যুক্ত করে রাশিয়া। এই গণভোটকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব। নতুন যুক্ত হওয়া চার অঞ্চলের মধ্যে শুধু লুহানস্কই পুরোপুরি রাশিয়ার অধীনে আছে। বাকি তিন অঞ্চলের অনেক এলাকা এখনও ইউক্রেনের অধীনে রয়ে গেছে। রাশিয়া এখন বলছে, তারা শুধু এসব অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়, নতুন করে ইউক্রেনের কোনো এলাকা দখল করতে চায় না। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা বলেন।
উল্লেখ্য, রাশিয়া যে চার অঞ্চলের উপরে নিজের স্বার্বভৌমত্ব দাবি করছে তার স্বীকৃতি দেয় না বহির্বিশ্ব।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]