ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ওপেনিংয়ে চতুর্থ সর্বোচ্চ পার্টনারশিপ গড়লেন তামিম-জয়

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৪ অপরাহ্ন

mzamin

দীর্ঘ সময় ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। তবুও সাদা পোশাকে উজ্জ্বল নয় টাইগাররা। সাম্প্রতিক সিরিজগুলোতে কাল হয়েছে টাইগারদের অনিয়মিত ব্যাটিং। গত ৫ বছরে ওপেনিং জুটিতে বাংলাদেশ ছুঁতে পারেনি শতকের কোঠা। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে সেই আক্ষেপ মোচন করলো তামিম-জয় জুটি। দুই ব্যাটার মিলে ১৬২ রানের দুর্দান্ত জুটি। যা ওপেনিং জুটিতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান।

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার দেয়া ৩৯৭ রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৭৬ রান তোলে বাংলাদেশ। তামিম ৩৫ এবং জয় ৩১ রানে শুরু করেন তৃতীয় দিনের খেলা। এরপর প্রথম সেশনে দুই ব্যাটার মিলে দলীয় সংগ্রহে যোগ করেন ৮৬ রান। দ্বিতীয় সেশনের  শুরুতে আসিথা ফার্নান্দোর বলে জয় ৫৮ রানে আউট হলে ভাঙে জুটিটি।

এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই ওপেনিংয়ে শতরানের জুটি গড়েছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন
লঙ্কা সফরে ১১৮ রান করেছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এরপর বাংলাদেশ খেলেছে ৩১ টেস্ট। অবশেষে ৬১ ইনিংস পর ওপেনিংয়ে শতরানের জুটি দেখলো বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৩১২ রান করেন তারা। এর এক বছর আগে তামিম-ইমরুলই জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে করেন ২২৪ রান। ওপেনিংয়ে সর্বোচ্চ পার্টনারশিপের তালিকায় তৃতীয় স্থানে থাকা রেকর্ডটাও তামিম-ইমরুল জুটির। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৫ রান করেছিলেন তারা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রান করে তালিকার চতুর্থ স্থান দখল করলো তামিম-জয় জুটি। 

২০০৮ সালে তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী  নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং জুটিতে করেছিলেন ১৬১ রান।  ২০০৫ সালে জিম্বাবুয়ে বিপক্ষে ১৩৩ রান করেছিলেন জাভেদ উমর ও নাফিস ইকবাল। ২০১০ সালে ওপেনিং জুটিতে ইংল্যান্ডের বিপক্ষে ১২৬ রান করেন তামিম-ইমরুল। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ১১৮ রান করেন তামিম-সৌম্য।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status