খেলা
দেশে ফিরে গেলেন রোহিত ছিটকে গেছেন কুলদিপ-চাহারও
স্পোর্টস রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার
আঙ্গুলের চোটে ওয়ানডে সিরিজ শেষ ভারত অধিনায়ক রোহিত শর্মার। টেস্টেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। দুই পেসার কুলদিপ সেন ও দিপক চাহারও খেলতে পারবেন না তৃতীয় ওয়ানডেতে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে আঙ্গুলে চোট পান রোহিত শর্মা। যদিও এই চোট নিয়ে খেলে এক পর্যায়ে ভারতকে জিতিয়েই দিয়েছিলেন এই ব্যাটার। এছাড়া চাহার পড়েছেন হ্যামস্ট্রিং চোটে। আগের পিঠের সমস্যার কারণে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি কুলদিপ। এই তিন খেলোয়াড়কে হারানোর কথা জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, আমরা কিছু চোটের কারণে ভুগছি। যা আমাদের জন্য আদর্শ নয়। ইনজুরির কারণে কুলদিপ, দিপক ও রোহিত এই সিরিজ থেকেই ছিটকে গেছেন। এরইমধ্যে রোহিত মুম্বই ফিরে গেছেন। সেখানে সে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে বুঝতে চেষ্টা করবে আঙ্গুল কি অবস্থায়। সে টেস্টের আগে ফিরতে পারবে কি না তা আমি নিশ্চিত নই। এটি বলারও সময়ও আসেনি। বাকি দুইজনও দেশে ফিরবে।’ মোহাম্মদ সিরাজের করা ম্যাচের দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি জায়গায় দাঁড়িয়ে অফ সাইডে দিকে খেলার চেষ্টা করেন এনামুল হক। বল তার ব্যাটের হাতলে লেগে চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রোহিতের কাছে। কিন্তু সেটি হাতে রাখতে পারেননি ভারতের অধিনায়ক। উল্টো চোট পান বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে। বল আঙ্গুলে লাগার পর আর অপেক্ষা করেননি রোহিত। চলে যান মাঠের বাইরে। প্রথমে ড্রেসিংরুমে রোহিতের অবস্থা পর্যবেক্ষণ করে ভারতের মেডিকেল টিম। আরও পরিষ্কার ধারণা পাওয়ার জন্য এক্স-রে করাতে নেওয়া হয় হাসপাতালে। পরে আর ফিল্ডিংয়ে নামা হয়নি তার। সহ-অধিনায়ক লোকেশ রাহুল বাকি সময় দায়িত্ব সামলান। ব্যাটিংয়েও শুরুতে দেখা যায়নি রোহিতকে। ইনিংসের ৪৩তম ওভারে সপ্তম উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন তিনি। ৩ চার ও ৫ ছয়ে স্রেফ ২৮ বলে ৫১ রান করে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান ভারতের অধিনায়ক। ডানহাতি পেসার চাহারও বাংলাদেশের ইনিংসে হ্যামস্ট্রিংয়ে চোট পান। যে কারণে ৩ ওভার পর বোলিং করতে পারেননি তিনি। আর কুলদিপের সমস্যা পিঠে। দ্বিতীয় ম্যাচের টসের সময় রোহিত বলেন, এ ম্যাচের একাদশ বিবেচনায় ছিলেন না কুলদিপ।