ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ভাঙ্গায় ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে জমি দখলের অপচেষ্টা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২২, বুধবারmzamin

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী গ্রামে ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে মো. সূর্য খানের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে প্রভাবশালী প্রতিপক্ষরা। একটি মহলের অপতৎপরতায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া কাগজপত্র তৈরি করে সম্পত্তি হাতছাড়া করার পাঁয়তারা করছেন এমনই অভিযোগ করেন ভুক্তভোগী সূর্য খান। জানা যায়, ওই গ্রামের লাল খান ২০১১ সালের ২রা ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে মারা জান। মৃত লাল খানের কোনো পুত্র সন্তান না থাকায় স্ত্রী-কন্যার পাশাপাশি ওয়ারিশ মূলে তার ভাতিজা মো. সূর্য খান সম্পত্তির মালিক হন। সূর্য খান দীর্ঘ ১২ বছর যাবৎ তার অংশের সম্পত্তি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি তার স্ত্রী বলে বেড়াচ্ছেন তার স্বামীর মৃত্যুর পূর্বে তাকে তার সম্পত্তি দলিল মূলে লিখে দিয়েছেন।  এ বিষয়ে সূর্য খান জানান, আমার চাচি একটি দলিল দেখাচ্ছেন যেখানে দলিলের তারিখ রয়েছে চাচার মৃত্যুর ১ মাস পরের তারিখে। তিনি বলেন, আমার লিখিত আবেদনের প্রেক্ষিতে স্যানিটারি অফিসারসহ এলাকায় তদন্ত দল পাঠিয়ে মৃত্যুর সটিক সময় নির্ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করেন। পরে মৃত্যু সনদ প্রদান করা হয়। মৃত্যুর পরে কীভাবে দলিল দেয়? সরজমিন স্থানীয় ব্যক্তিরা জানান, তদন্ত সাপেক্ষে মৃত্যু সনদ দেয়া হয়েছে। একটি চক্রের প্রতারণায় সূর্য খানের জমি দখল করার জন্য দলিল নাটক সাজিয়েছে। তাছাড়া অপতৎপরতা চালিয়ে নতুন করে মৃত্যু সনদ তৈরি করে দলিল বৈধ করার চেষ্টা করছে মহলটি। সূর্য খান অভিযোগ করে বলেন, চাচা যদি দলিল করে দিয়ে থাকেন তাহলে এতদিন না বলে ১২ বছর পরে কেন বলা হচ্ছে। মূলত চাচি টাকা দিয়ে মিথ্যা ও ভুয়া মৃত্যু সনদ বানিয়ে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে বিষয়টি নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠকে সমাধান না হওয়ায় ভুক্তভোগী সূর্য খান বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করছেন। তিনি তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status