বাংলারজমিন
ভাঙ্গায় ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে জমি দখলের অপচেষ্টা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী গ্রামে ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে মো. সূর্য খানের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে প্রভাবশালী প্রতিপক্ষরা। একটি মহলের অপতৎপরতায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া কাগজপত্র তৈরি করে সম্পত্তি হাতছাড়া করার পাঁয়তারা করছেন এমনই অভিযোগ করেন ভুক্তভোগী সূর্য খান। জানা যায়, ওই গ্রামের লাল খান ২০১১ সালের ২রা ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে মারা জান। মৃত লাল খানের কোনো পুত্র সন্তান না থাকায় স্ত্রী-কন্যার পাশাপাশি ওয়ারিশ মূলে তার ভাতিজা মো. সূর্য খান সম্পত্তির মালিক হন। সূর্য খান দীর্ঘ ১২ বছর যাবৎ তার অংশের সম্পত্তি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি তার স্ত্রী বলে বেড়াচ্ছেন তার স্বামীর মৃত্যুর পূর্বে তাকে তার সম্পত্তি দলিল মূলে লিখে দিয়েছেন। এ বিষয়ে সূর্য খান জানান, আমার চাচি একটি দলিল দেখাচ্ছেন যেখানে দলিলের তারিখ রয়েছে চাচার মৃত্যুর ১ মাস পরের তারিখে। তিনি বলেন, আমার লিখিত আবেদনের প্রেক্ষিতে স্যানিটারি অফিসারসহ এলাকায় তদন্ত দল পাঠিয়ে মৃত্যুর সটিক সময় নির্ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করেন। পরে মৃত্যু সনদ প্রদান করা হয়।