ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

শেষ বিকালের রোমাঞ্চে জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
mzamin

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনেই চমকে দিয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে জবাবটাও ঠিকঠাক দিয়েছে পাকিস্তান। তাতে একটা সময় মনে হচ্ছিল, ম্যাড়মেড়ে ড্রতেই শেষ হবে টেস্ট। কিন্তু বাধা হলেন বেন স্টোকস। দ্বিতীয় ইনিংসে ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের’ নেওয়া ঝুঁকিতেই শেষ দিনে ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইংলিশরা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড টেস্টটা ছিল ঐতিহাসিক। কারণ ১৭ বছর পর পাকিস্তানে পা রেখেছিল ইংলিশরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল স্বাগতিকদের ৭৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জয়ে ১-০তে লিড নিলো ইংল্যান্ড। চারদিন বিরতির পর দুদলের দ্বিতীয় লড়াই ৯ই ডিসেম্বর।

বিজ্ঞাপন
১৭ই ডিসেম্বর সিরিজের শেষ টেস্ট।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ইংলিশরা প্রথম দিনে রেকর্ড ৫০৬ রান করে। প্রথম দিনেই সেঞ্চুরি করেন টপ অর্ডারের চার ব্যাটার। তবে অবিশ্বাস্য প্রথম দিনের সাফল্য পরের দিন আর ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। জহির মাহমুদ ও নাসিম শাহের তোপে দ্বিতীয় দিন ১৫১ রানেই ৬ উইকেট হারায় ইংলিশরা। ৬৫৭ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জহির মাহমুদ। ইংলিশদের বড় স্কোরের জবাবে শুরুটা ভালো হয় পাকিস্তানেরও। প্রথম উইকেট জুটিতে ২২৫ রানের জুটি গড়েন দুই পাক ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। ৪ নম্বরে নেমে অধিনায়ক বাবর আজমও খেলেন ১৩৬ রানের ইনিংস। তবে এরপর আর তেমন বড় ইনিংস খেলতে পারেননি কেউই। শেষদিকে আগা সালমানের ৫৩ রানে ভর করে ৫৭৯ রানে অলআউট হয় বাবরদের দল। প্রথম ইনিংসে ইংলিশ বোলারদের মধ্যে চমক দেখিয়েছেন উইল জ্যাকস। টি-টোয়েন্টিতে ওপেনিং ব্যাট করা অনিয়মিত এ বোলার একাই ৬ উইকেট নিয়ে ধসিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইন। এছাড়া জ্যাক লিচ নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে নেমেও দাপট দেখিয়েছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। ৪৭ বলে ফিফটি তুলে নিয়ে ফিরেছেন মোহাম্মদ আলীর বলে ক্যাচ হয়ে। চতুর্থ উইকেটে ৯৬ রানের ভালো জুটি গড়েছেন জো রুটো ও হ্যারি ব্রুক। তবে দুজনেই হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরির দেখা পাননি কেউই। ৭৩ রানে জহির মাহমুদ রুটকে ফেরানোর পর ৮৭ রান করে ব্রুক আউট হয়েছেন নাসিম শাহের বলে বোল্ড হয়ে। শেষদিকে আর কেউ তেমন বড় ইনিংস খেলতে পারেননি। তবে বড় সাহস দেখিয়েছেন ইংলিশ অধিনায়ক স্টোকস। রানবন্যার মাঠে ৩ উইকেট হাতে রেখেই ২৬৪ রানে ইনিংস ঘোষণা করেন তিনি। শেষ ইনিংসে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৪৩ রান।  জবাবে ব্যাট করতে নেমে শুরুটা এবার আর ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২৫ রানেই প্রথম দুই উইকেট হারিয়ে ফেলে তারা। শেষদিকে সউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের লড়াকু পারফরম্যান্স আশা জাগিয়েছিল বেশ। কিন্তু অ্যান্ডারসন ও রবিনসনের তোপ সামলাতে পারেনি পাকিস্তানের মিডল অর্ডার। ৭৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাবর আজমের দলকে।

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status