অনলাইন
ইউক্রেনেও ভাগছে শ্রীলঙ্কার মানুষ!
মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৬:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটির অর্থনৈতিক অবস্থা এতোটাই খারাপ যে, সেখানকার অনেক মানুষ এখন দেশত্যাগ করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পর্যন্ত পাড়ি জমাচ্ছেন। এ তথ্য দিয়েছেন স্বয়ং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি।
শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর এ তথ্য দিয়ে জানায়ঃ আলী সাবরি পার্লামেন্টকে জানিয়েছেন, ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে উত্তর ও পূর্বাঞ্চলের লোকদের দেশ ছেড়ে চলে যাওয়ার প্রবণতা রয়েছে। গত ছয় মাসে অনেকেই তামিলনাড়ু, ভিয়েতনাম এবং ইউক্রেনে গেছেন। প্রায় ৩০২ জন তামিল ভিয়েতনামে এবং সাতজন ইউক্রেনে পালিয়ে গেছেন।
তিনি বলেন, ভিয়েতনামে যারা আছেন তাদের মধ্যে ৮৫ জন ফিরে আসতে সম্মত হয়েছেন। মন্ত্রণালয় তাদের ফিরে আসার সুবিধা দেবে বলেও মন্ত্রী নিশ্চিত করেন।
পার্লামেন্টারিয়ান সেলভাম আদাইক্কালানাথনের এক মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, উত্তর ও পূর্বের জনগণকে শরণার্থীর মর্যাদা খোঁজার বিপদ এবং মানব পাচারের শিকার না হওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রচার ব্যবস্থার প্রয়োজন ছিল। আমরা তাদের জানাতে চাই, যদি তারা ভুল পাসপোর্টে যায় এবং মানবপাচারে ধরা পড়ে, তাহলে তাদের ক্ষতিগ্রস্থ হতে হবে।