ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

রুশ সেনাদের মরদেহের ছবি পরিবারের কাছে পাঠাচ্ছে ইউক্রেন

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৬ মে ২০২২, সোমবার, ১২:১৭ অপরাহ্ন

mzamin

যুদ্ধে মারা যাওয়া অনেক রুশ সেনাদের মরদেহ ইউক্রেনের হাতে পড়েছে। এখন সেসব মরদেহের ছবি তুলে তাদের পরিবারের কাছে পাঠাচ্ছে ইউক্রেন। সিএনএনের এক রিপোর্টে ইউক্রেনের এই বিতর্কিত কর্মকাণ্ড উঠে এসেছে। এতে একইসঙ্গে দেখানো হয়েছে, রুশ সেনাদের মরদেহ পরিত্যাক্ত ট্রেনে জড়ো করে রাখা হয়েছে। নিজেদের এমন আগ্রাসী আচরণকে বৈধ করতে গিয়ে এক ইউক্রেনীয় সিএনএনকে বলেন, এখানে যত মৃত রুশ সেনা রয়েছে, তারা সবাই ইউক্রেনের বিরুদ্ধে অপরাধ করেছে। একইসঙ্গে এর মাধ্যমে জেনেভা কনভেনশনের কোনো নিয়ম ভঙ্গ হয়নি বলেও তিনি দাবি করেন। এমন আচরণ নিয়ে লজ্জিত নয় বলেও জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয় তাদের সবথেকে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে মৃত রুশ সেনাদের পরিচয় খুঁজে বের করছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একাউন্ট বের করে পরিবার ও আত্মীয়দের কাছে মেসেজ পাঠাচ্ছে। মেসেজের মাধ্যমে মৃত সেনাদের মরদেহের ছবি পাঠানো হয়েছে তার পরিবারের সদস্যদের কাছে। এখন পর্যন্ত তিন শতাধিক মরদেহের পরিচয় নিশ্চিত হতে পেরেছে ইউক্রেন।

বিজ্ঞাপন
তাদের পরিবারকে ছবি পাঠানোর বিষয়টি স্বীকারও করে নিয়েছে দেশটি। প্রথমে তারা জানায়, তারা শুধু রুশ সেনাদের মৃত্যুর খবরটিই পরিবারকে জানাতে চেয়েছে। কিন্তু পরে প্রশ্ন করা হয়, মৃত্যুর খবর জানাতে গিয়ে মরদেহের ছবি কেনো পাঠানো হচ্ছে! তখন ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, যাতে রাশিয়ানরা বুঝতে পারে যে এখানে একটি বাস্তব যুদ্ধ চলছে। রুশ সেনারাও যে এখানে মরছে তা তাদেরকে জানানো প্রয়োজন। এছাড়া তাদের পরিবার যদি সন্তানের মরদেহ ফেরত নিতে চায় সে বিষয়েও জানার জন্য ওই ছবি পাঠানো হয়েছে বলে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে ইউক্রেন। 

যদিও রুশ পরিবারগুলো ইউক্রেনের এই আচরণের কঠিন জবাব দিয়েছে। ৮০ শতাংশ পরিবারই পাল্টা বার্তায় ইউক্রেনকে বলেছে, আমরা ইউক্রেনে এসে নিজের হাতে তোমাদের হত্যা করবো। ইউক্রেনের সঙ্গে রাশিয়া যা করছে, তারা এর যোগ্য বলেও ক্ষোভ দেখিয়েছেন তারা। তবে ২০ শতাংশ জানিয়েছেন, তারা মরদেহ নিতে ইউক্রেনে আসতে চায়। 

ইউক্রেনের মন্ত্রণালয়টি জানিয়েছে, মরদেহের ছবি পাঠানো নিয়ে তারা মোটেও লজ্জিত নন। তবে এ বিষয়ে এর আগেও দেশটিকে সাবধান করে দিয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংস্থাটির মতে, এ ধরনের আচরণ জেনেভা কনভেনশন পরিপন্থী।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status