ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

‘সেই অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই’

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, সোমবার

তারা যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়, জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসতে হবে। ভোট ছাড়া সেই অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। কোনোভাবেই কোনো নাশকতা, দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করার অপচেষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে। মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসা ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে, আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন প্রথমে বঙ্গবন্ধুর হাত ধরে এখন তার কন্যা শেখ হাসিনার হাত ধরে। আর নিবার্চনকে সামনে রেখে যারা শান্তিশৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা ৭১ এর হত্যাকারী ধর্ষণকারী, লুণ্ঠনকারী, যুদ্ধাপরাধের দোসর। ৭৫-এর হত্যাকারী, ২১শে আসস্টের হত্যাকারী, অস্নিসন্ত্রাসী তারাই আবার উদ্যত হয়েছে।  মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইসলামপুর কামিল মাদ্রাসার ভবন উদ্বোধন করে সিরাজদিখান উপজেলা পরিষদ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নিবার্হী কর্মকতা শরীফুল আলম তানভীর, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন আক্তার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও মাদ্রাসা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status