ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শাহজাদপুরে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামে বৌভাতের অনুষ্ঠানে কনে পক্ষের অতিথিদের খাওয়ার সময় মাংস কম দেয়া নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বর ও কনে পক্ষের শিশুসহ ৭ জন আহত হয়েছে। গত মঙ্গলবার বিকালে  সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল উত্তর-পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, সোমবার বাড়াবিল উত্তর-পূর্বপাড়া গ্রামের মো. লিটনের মেয়ের সঙ্গে একই গ্রামের হাফেজ মো. আদম এর ছেলের বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে কনে পক্ষের লোকজন বৌভাতের অনু্‌ষ্ঠানে যোগ দেয়ার জন্য বরের বাড়িতে যায়। প্রতিবেশীরা জানায়, খাওয়ার সময় কনে পক্ষের লোকজনকে মাংস কম দেয়ার বিষয়টি নিয়ে অভিযোগ করলে বরপক্ষের লোকজন তাদের উস্কানিমূলক কথা বলে। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় কনের দাদা চাঁদ আলী (৫০) গুরুতর এবং শিশুসহ আরও ৬ জন আহত হয়।

বিজ্ঞাপন
এই বিষয়ে আহত চাঁদ আলী জানান, আমরা খেতে বসলে আমাদের উদ্দেশ্যমূলকভাবে খাবারে মাংস কম দেয়া হয়। এ সময় আমাদের ছেলে মেয়েরা এর প্রতিবাদ করলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status