খেলা
ইতিহাসে দ্বিতীয়বার ডিএলএস আইনে টাই
স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, বুধবার
নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টি আইনে টাই হয়েছে। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ডিএলএস পদ্ধতিতে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ টাই হলো। গত বছর প্রথমবারের মতো এমন হয়েছিল জিব্রাল্টার ও মাল্টার ম্যাচে। আন্তর্জাতিক ওয়ানডেতে এমন ঘটনা আছে তিনটি। মঙ্গলবার নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি- টোয়েন্টিতে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও ভারত। আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান তোলে কিউইরা। জবাবে ৯ ওভারে ৪ উইকেটে ৭৫ রান তোলে ভারত। ওই সময় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ভারতের পার স্কোর থাকতে হতো ৭৫ই। অর্থাৎ ১ রান বেশি থাকলেই জয় পেতো ভারত। এই ম্যাচ টাই হওয়ায় তিন ম্যাচ সিরিজে বিজয়ী হলো ভারত। দুই দলের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৫ রানের জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিক দল। ৩ রানে আর্শদীপ সিংয়ের শিকার হন ফিন অ্যালেন। এরপর দ্রুতই ফেরেন মার্ক চ্যাপম্যান। ১২ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করেন তিনি। শুরুর ধাক্কা সামলে ৮৬ রানের জুটি গড়েন গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে। দুই ব্যাটারই ফিফটি হাঁকান। ৪৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৯ রান করেন কনওয়ে। আর ৩৩ বরে ৫ চার ও ৩ ছক্কায় ফিলিপসের সংগ্রহ ৫৪ রান।১০ রান করেন ড্যারিল মিচেল। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। ভারতের মোহাম্মদ সিরাজ ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন। ৩৭ রানের খরচায় আর্শদীপ সিংও ৪টি উইকেট নেন। ১৬১ রানের টার্গেটে নেমে মাত্র ২১ রানে তিন উইকেট হারায় ভারত। ইশান কিষাণ ১০, ঋষভ পন্ত ১১ এবং শ্রেয়াস আইয়ার শূন্য রানে আাউট হন। দলীয় ৬০ রানে চতুর্থ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। ১০ বরে ১ চার ও ১ ছক্কায় ১৩ রান করেন তিনি। বৃষ্টি নামার আগে ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ৯* রান করেন দীপক হুদা। নিউজিল্যান্ডের টিম সাউদি ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট পান অ্যাডাম মিলনে ও ইশ সোধি।