ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

অ্যাথলেটিক্সে ভারতীয় কোচ

স্পোর্টস রিপোর্টার
১৫ মে ২০২২, রবিবার

কমনওয়েলথ গেমস, ইসলামী সলিডারিটি গেমস ও এসএ গেমসের হাইজাম্পে পদকের আশায় একজন ভারতীয় কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ভারতীয় জাতীয় হাইজাম্পের সাবেক কোচ গোবিন্দ রায় ভেনকান্না গাওকার বাংলাদেশের দায়িত্ব নিতে গতকাল ঢাকায় এসেছেন। অ্যাথলেটিক্স ফেডারেশন সূত্রে জানা গেছে, ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পর সরাসরি বিকেএসপিতে চলে যান ভেনকান্না গাওকার। সেখানে চলছে অ্যাথলেটদের ক্যাম্প। মূলত হাই জাম্পের অ্যাথলেটদের নিয়েই বেশি কাজ করবেন তিনি। ভারতীয় সাই একাডেমির সাবেক কোচ ভেনকান্নাকে কমনওয়েলথ ও সলিডারিটি গেমসের জন্য আগামী আগস্ট পর্যন্ত রেখে দিতে চাইছে ফেডারেশন। তারপর পারফরম্যান্সের ওপর নির্ভর করবে তার মেয়াদ বৃদ্ধি। এই প্রসঙ্গে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেন, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্য ভারতীয় কোচ এনেছি। হাইজাম্পসহ অন্য ইভেন্টও দেখবেন তিনি।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status