ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

দুঃসময়ে লঙ্কান বোর্ডকে সহযোগিতা করতে প্রস্তুত পিসিবি

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২২, রবিবার

শ্রীলঙ্কায় চলমান সংকটে দেশটিতে আন্তর্জাতিক সিরিজ আয়োজনে দেখা দিয়েছে শঙ্কা। দুঃসময়ে লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাংবাদিকদের সঙ্গে এক আনঅফিসিয়াল কথোপকথনে এমনটাই জানান পিসিবি’র মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান বার্নি। সামিউল বলেন, ‘শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। কঠিন সময়ে দু’টি দেশ সবসময় একে অন্যের পাশে দাঁড়িয়েছে। অতীতে প্রতিকূল অবস্থায়ও তারা সফর করেছে। পাকিস্তান শ্রীলঙ্কায় যেতে আপত্তি জানায়নি। শ্রীলঙ্কাও পাকিস্তান সফরে এসেছে।’
জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফর করবে পাকিস্তান। ইতিমধ্যেই লঙ্কান বোর্ড জানিয়েছে, ওয়ানডে সিরিজটি আয়োজন করা যাচ্ছে না। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুধু দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সামিউল বলেন, ‘এসএলসি পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। সিরিজটি তারা ঘরের মাঠে অথবা নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলার সিদ্ধান্ত নিতে পারে। যে সিদ্ধান্তই আসুক তা মেনে নেয়া হবে।’ পাকিস্তানের পর শ্রীলঙ্কায় তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) সফরটি নিয়ে ভাবছে। তারা যদি শেষ পর্যন্ত সফর বাতিল করে তাহলে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনও হুমকির মুখে পড়বে। পাওয়ার-সাপ্লাইয়ে অপ্রতুলতায় শ্রীলঙ্কায় দিনে ১২ ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসএলসি তাদের নিজস্ব জেনারেটর ব্যবহার করতে পারতো। কিন্তু জ্বালানি স্বল্পতায় সেটিও হয়তো সম্ভব হবে না। দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করা তাই চ্যালেঞ্জিং। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আইপিএলের পরই সিদ্ধান্ত আসতে পারে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হবে কি না। বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাত ও বাংলাদেশের নাম এসেছে। তবে আরব আমিরাতে আয়োজনের সম্ভবনাই বেশি।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status