খেলা
ফাইনালে মুখোমুখি হতে পারেন রুমানা-জাহানারা
স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২২, শনিবারদুবাইয়ে মেয়েদের আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ফেয়ারব্রেক’-এর ফাইনালে মুখোমুখি হতে পারেন বাংলাদেশি দুই তারকা জাহানারা আলম-রুমানা আহমেদ। আজ সন্ধ্যা ৬টায় প্রথম সেমিফাইনালে জাহানারার দল ফ্যালকন উইমেন খেলবে স্পিরিট উইমেনের বিপক্ষে। রাত ১০টায় অন্য সেমিতে রুমানার বার্মি আর্মি মুখোমুখি হবে টর্নেডোস উইমেনের। দুটি ম্যাচই টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে।
জাহানারার দল ফ্যালকন শুরুর দুই ম্যাচ জেতার পর টানা তিনটিতে হেরেও শেষ চারে জায়গা পেয়েছে। বৃহস্পতিবার পঞ্চম ম্যাচে টর্নেডোসের কাছে পরাজিত হয় ফ্যালকন।
অন্যদিকে পাঁচ ম্যাচে তিন জয় কুড়ায় রুমানার বার্মি আর্মি। পাঁচ ম্যাচেই খেলেছেন লেগস্পিনার রুমানা আহমেদ। উইকেট নিয়েছেন ৪টি। ইকোনমি ৬.০৬। সেরা বোলিং ২২ রানে ৩ উইকেট। ব্যাট হাতে দুই ম্যাচে নামার সুযোগ হয়েছে। দুটিতেই অপরাজিত ছিলেন। সর্বশেষ ম্যাচে ২৬* রানের ইনিংস খেলেন রুমানা।
জাহানারাও ফ্যালকনের পাঁচ ম্যাচের সবকটিতে একাদশে ছিলেন। তবে বল হাতে সুবিধা করতে পারেননি। মাত্র এক উইকেট শিকার এ পেসারের। টর্নোডোর বিপক্ষে শেষ ম্যাচে ২ ওভারে ২৪ রান দেয়ার পর তাকে আর বোলিংয়ে আনেননি ফ্যালকনের অধিনায়ক সুজি বেটস।