ঢাকা, ২২ মে ২০২৪, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

চার ম্যাচ পর বার্সার ‘সান্ত্বনামূলক’ জয়

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২ নভেম্বর ২০২২, বুধবার, ১২:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৩ অপরাহ্ন

mzamin

চ্যাম্পিয়নস লীগ শেষ হয়েছে আগেই। গ্রুপপর্বের ৬ষ্ঠ ম্যাচটি বার্সেলোনার জন্য ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে হারিয়েছে ইউরোপা লীগে নেমে যাওয়া বার্সা। মঙ্গলবার রাতে প্লাজেনের মাঠ দুসান অ্যারেনায় ৪-২ গোলের সান্ত্বনামূলক জয় পায় জাভি হার্নান্দেজের দল।

চ্যাম্পিয়নস লীগে চার ম্যাচ পর জয় পেলো বার্সেলোনা। ‘সি’ গ্রুপের লড়াইয়ে ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-১ গোলে উড়িয়ে দুর্দান্ত যাত্রা শুরু করেছিল ব্লাউগ্রানারা। দ্বিতীয় ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে পরাস্ত হয় বার্সা। তৃতীয় ও চতুর্থ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষেও জয় পায়নি জাভির দল। পঞ্চম ম্যাচে ফের বায়ার্নের শিকার হয় বার্সেলোনা। এবার প্লাজেনকে হারিয়ে গ্রুপপর্বের দ্বিতীয় জয় পেলো কাতালানরা। অর্থাৎ, চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বের ৬ ম্যাচে শুধু প্লাজেনের বিপক্ষেই জয় পেয়েছে বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লীগে ৭১ শতাংশ ম্যাচ হেরেছে ভিক্টোরিয়া প্লাজেন।

বিজ্ঞাপন
ন্যূনতম ২০ ম্যাচ খেলা দলগুলোর মধ্যে যা সর্বোচ্চ। ২৪ ম্যাচের ১৭টিই হেরেছে চেক প্রজাতন্ত্রের ক্লাবটি। 

মঙ্গলবার রাতে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে মার্কোস আলোন্সোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে ব্যবধান বাড়ান ফেরান তরেস। 

দ্বিতীয়ার্ধে ম্যাচ জমে ওঠে। ৫১তম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান কমান প্লাজেনের চেক ফরোয়ার্ড টমাস চোরি। বক্সে পাবলো তোরে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে প্লাজেনের ফুটবলারকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৩ মিনিটের ব্যবধানে আবার ব্যবধান বাড়ান তরেস। ৬৩তম মিনিটে ফের পেনাল্টি পায় প্লাজেন। সফল স্পটকিকে স্কোরলাইন ৩-২ করে ম্যাচে ফেরার আভাস দেন টমাস চোরি। ৭৫তম মিনিটে লক্ষ্যভেদ করে বার্সাকে বিপদমুক্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো তরে।  
ইউসিএলের ৬ ম্যাচে ২৪ গোল হজম করেছে ভিক্টোরিয়া প্লাজেন। চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে এক মৌসুমের গ্রুপপর্বের লড়াইয়ে যা যৌথভাবে সর্বোচ্চ গোল হজমের রেকর্ড। ২০১৪-১৫ মৌসুমে বেলারুশিয়ান ক্লাব বেইট বরিসভ ও ২০১৬-১৭ মৌসুমে পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারসো গ্রুপ পর্বে সমপরিমাণ গোল হজম করেছিল।

৬ ম্যাচে ৬ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। রানার্সআপ ইন্টার মিলানের পয়েন্ট ১০। ইউরোপা লীগে অবনমন হওয়া বার্সার পয়েন্ট ৭। ছয় ম্যাচে পয়েন্টশূন্য ভিক্টোরিয়া প্লাজেন।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status