খেলা
‘সরফরাজকে সরিয়ে দেননি ইমরান’
স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২২, শুক্রবার
পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এনে দেয়া অধিনায়ক সরফরাজ আহমেদ দলে ব্রাত্য। নেতৃত্ব খোয়ানোর পর থেকে সুযোগ মিলছে না একাদশে। একটি পক্ষ দাবি তুলেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশেই সরিয়ে দেয়া হয়েছিল সরফরাজকে। তবে বিষয়টি সরাসরি অস্বীকার করলেন তৎকালীন পিসিবি প্রধান এহসান মানি। লন্ডন থেকে ক্রিকেট পাকিস্তানের সঙ্গে একটি ইন্টারভিউয়ে যুক্ত হন মানি। সেখানে তিনি বলেন, ‘ইমরান খান পিসিবির একটি ব্যাপারেও হস্তক্ষেপ করেননি। সব সিদ্ধান্ত মেধার ভিত্তিতেই নেয়া হয়েছিল। সরফরাজের উদাহরণ দিয়ে বলা যায়, তার ফর্ম পড়তির দিকে ছিল। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত ইমরান খান নেননি। আমরা রিজওয়ানকে দিয়ে সরফরাজের জায়গা পূরণ করেছি, যে অসাধারণ ফর্মে রয়েছে।’ টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই দারুণ খেলা রিজওয়ানই এখন পাকিস্তানের নাম্বার ওয়ান উইকেটরক্ষক। সরফরাজ মাঝে মাঝে গ্লাভস হাতে নেয়ার সুযোগ পাচ্ছেন। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন সবশেষ ওয়ানডে। নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি এবং সবশেষ টেস্ট খেলেন তিন বছর আগে জোহানেসবার্গে।