খেলা
ইংল্যান্ডের টেস্ট কোচ ম্যাককালাম
স্পোর্টস ডেস্ক
(৩ বছর আগে) ১২ মে ২০২২, বৃহস্পতিবার, ৭:২০ অপরাহ্ন

ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট কোচ নির্বাচিত হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। সাবেক এই কিউই ওপেনারকে লাল বলের কোচ নির্বাচিত করার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ম্যাককালাম অধ্যায়।
এর আগে লাল বলে ইংল্যান্ডের সম্ভাব্য কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনের নাম শোনা গিয়েছিল। তবে ইসিবির এক্সিকিউটিভ অফিসার টম হ্যারিসন, পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি, স্ট্র্যাটেজিক অ্যাডভাইসর অ্যান্ড্র স্ট্রস এবং পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাতের সম্মতির ভিত্তিতে শেষতক টেস্ট কোচ নির্বাচিত হলেন ম্যাককালাম।
বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে আছেন ম্যাককালাম। এর আগে ২০২০ সালে ম্যাককালাম ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ জিতেছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। কিউইদের হয়ে ১০১ টেস্ট খেলা ম্যাককালাম ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত সাদা পোশাকে দলকে নেতৃত্বও দিয়েছেন। তাকে নিয়োগ দেয়ার ব্যাপারে রব কি বলেন, ‘ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের টেস্ট কোচ হিসেবে ম্যাককালামকে পেয়ে আমরা আনন্দিত। আশা করছি, তার নিয়োগ ইংল্যান্ড টেস্ট দলের জন্য কল্যাণ বয়ে আনবে। ক্রিকেট কালচার পরিবর্তন এবং পরিবেশকে আরও ভালো করে তোলার দক্ষতা রয়েছে তার। আশা করছি, ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটেও এই পরিবর্তন নিয়ে আসবেন তিনি।’