ঢাকা, ৩১ মার্চ ২০২৫, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রমজান ১৪৪৬ হিঃ

বিনোদন

কষ্টে আছেন অভিনেত্রী রঞ্জিতা

স্টাফ রিপোর্টার
১ অক্টোবর ২০২২, শনিবারmzamin

চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা ২৮শে সেপ্টেম্বর স্ট্রোক করেছেন। স্ট্রোকের কারণে বাঁ পা এবং হাত অবশ হয়ে গেছে তার। অর্থাভাবে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো অবস্থা নেই তার। অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন। নিজের পৈতৃক ভিটা ও সমস্ত কিছু হারিয়ে আজ তিনি নিঃস্ব। অতি কষ্টে দিন কাটছে তার।  সারাদিন কী খাবেন সে ব্যবস্থাই যেখানে নাই সেখানে ডাক্তার দেখানোর টাকা পাবেন কোথায়? এই অবস্থায় একমাত্র প্রতিবন্ধী অসহায় ভাই সোহেল বোবা হয়ে গেছেন। দু’চোখে অন্ধকার দেখছেন রঞ্জিতা। কথা বলতেও কষ্ট হচ্ছে তার। তার এই অসহায় অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীসহ শিল্পী সমাজকে তার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন। বেঁচে থাকার জন্য তার সুস্থতা প্রয়োজন।  সুস্থতার জন্য তিনি কী করবেন তা ভাবতে পারছেন না। ৮০-এর দশকে নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘ঢাকা-৮৬’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক রঞ্জিতার। এরপর ‘জিনের বাদশা’, ‘কুংফু কন্যা’, ‘রাজা মিস্ত্রি’, ‘মরণ লড়াই’সহ অনেক ছবি করেছেন তিনি।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status