বিনোদন
কষ্টে আছেন অভিনেত্রী রঞ্জিতা
স্টাফ রিপোর্টার
১ অক্টোবর ২০২২, শনিবার
চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা ২৮শে সেপ্টেম্বর স্ট্রোক করেছেন। স্ট্রোকের কারণে বাঁ পা এবং হাত অবশ হয়ে গেছে তার। অর্থাভাবে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো অবস্থা নেই তার। অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন। নিজের পৈতৃক ভিটা ও সমস্ত কিছু হারিয়ে আজ তিনি নিঃস্ব। অতি কষ্টে দিন কাটছে তার। সারাদিন কী খাবেন সে ব্যবস্থাই যেখানে নাই সেখানে ডাক্তার দেখানোর টাকা পাবেন কোথায়? এই অবস্থায় একমাত্র প্রতিবন্ধী অসহায় ভাই সোহেল বোবা হয়ে গেছেন। দু’চোখে অন্ধকার দেখছেন রঞ্জিতা। কথা বলতেও কষ্ট হচ্ছে তার। তার এই অসহায় অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীসহ শিল্পী সমাজকে তার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন। বেঁচে থাকার জন্য তার সুস্থতা প্রয়োজন। সুস্থতার জন্য তিনি কী করবেন তা ভাবতে পারছেন না। ৮০-এর দশকে নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘ঢাকা-৮৬’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক রঞ্জিতার। এরপর ‘জিনের বাদশা’, ‘কুংফু কন্যা’, ‘রাজা মিস্ত্রি’, ‘মরণ লড়াই’সহ অনেক ছবি করেছেন তিনি।