ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘মানকাডিং ইংল্যান্ডের সঙ্গেই করা উচিত’

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
mzamin

‘মানকাডিং’ নিয়ে আলোচনা যেন থামছেই না, পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে ক্রিকেট বিশ্ব দু’ভাগে বিভক্ত। সম্প্রতি আইসিসি এটিকে ‘ফেয়ার প্লে’-তে স্থান দিলেও বিষয়টিকে এখনও ক্রিকেটীয় মূল্যবোধের পরিপন্থী হিসেবেই দেখেন জস বাটলার-মঈন আলীর মতো ক্রিকেটাররা। তবে অস্ট্রেলিয়া নারী দলের তারকা এলিসে পেরি মনে করেন, মানকাডিং করলে তা ইংল্যান্ডের বিপক্ষেই করা উচিৎ! দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে পেরি বলেন, ‘আমার মনে হয়, মানকাডিং খেলার জন্য ভালো নয়, কিন্তু এভাবে কাউকে আউট করলে সেটা ইংল্যান্ডের বিপক্ষেই করা উচিৎ।’ কি কারণে ইংল্যান্ডের কথা বললেন তা অবশ্য ব্যাখ্যা করেননি পেরি। এমন নয় যে এর আগেও মানকাডিং হয়নি। ২০১৯ আইপিএলে স্টাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় নন-স্ট্রাইকিং প্রান্তে বাটলারকে রান আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। তবে বিতর্কে ঘি ঢেলে দিয়েছেন ভারতের নারী ক্রিকেটার দীপ্তি শর্মা। লর্ডসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৭ রানে ব্যাট করার সময় ইংল্যান্ডের চার্লি ডিনকে নন-স্ট্রাইকিং প্রান্তে রানআউট করেন তিনি। ভারতীদের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই মানকাডিং করেছেন দীপ্তি। এতদিন মানকাডিংকে ৪১ নম্বর ধারায় ‘আনফেয়ার প্লে’ হিসেবে ধরা হতো। তবে সমপ্রতি এটিকে ‘ফেয়ার প্লে’ রানআউটের আইনের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন
তবে ইংলিশরা এখনও ‘ক্রিকেটীয় চেতনা বিরোধী’ বলছে এটিকে। টক স্পোর্টসকে বাটলার বলেন, ‘(অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে এমন হলেও) আমি ব্যাটসম্যানকে ডেকে পাঠাবো। ক্রিকেটে এটা কেউই দেখতে চায় না। কারণ, এমন কিছু ঘটলেই সেটা নিয়ে বিতর্ক হয়। ক্রিকেটে শুধু লড়াইটা ব্যাট-বলের মধ্যেই হওয়া উচিৎ।’ ইংল্যান্ডের আরেক ক্রিকেটার মঈন আলী ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে বলেছেন, ‘মানকাডিং আমার বিষয় নয়। আমার মনে হয় না, কারো প্রতি খুব রাগ না হলে আমি কখনোই মানকাডিং করবো। এটা ক্রিকেটের আইনের মধ্যেই আছে, যারা করছে তারাও আইন মেনেই করছে। কিন্তু আমি আশা করছি, ক্রিকেটে এটা নিয়মিত যেন দেখা না যায়।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status