নির্বাচিত কলাম
দুর্গোৎসবেও তৃণমূল বনাম বিজেপি!
জয়ন্ত চক্রবর্তী
(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৩ অপরাহ্ন

আজ বৃহস্পতিবার সকালে যখন মানবজমিন-এর জন্য এই কলাম লিখছি ততক্ষণে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর চতুর্থীর বাজনা বেজে উঠেছে। দুবছর ভয়াবহ পান্ডেমিকের কারণে দুর্গাপুজো নম নম করে সাড়া হলেও এবার কলকাতা আবার সেই কলকাতায় ফিরেছে। বিশাল বিশাল মণ্ডপ আর আলোকসজ্জা, থিম পুজোয় নানা কিসিমে আর বহুমুখী আইডিয়ার পুজো, বিরাট বিরাট মূর্তি, দর্শনার্থীরা বেরিয়ে পড়েছেন বুধবার তৃতীয়ার রাত থেকেই। রাস্তায় রাস্তায় যানজট। মুখ্যমন্ত্রী কোনও পুজোর উদ্বোধন করে ঢাক বাজাচ্ছেন, কোথাও আবার রং তুলি হাতে তুলে নিচ্ছেন। কলকাতার পুজোর সেই গ্রাঞ্জার, সেই রৌনক ফিরে এসেছে।
বাঙালি তাদের সেরা উৎসব ফিরে পেয়েছে। কিন্তু রাজনীতি যেন এই পুজোর মওসুমেও তাদের কাঁধে সিন্দবাদের নাবিকের মতো চেপে বসেছে। বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে দিল্লির বিজেপি নেতৃত্ব এই পুজোয় জনসংযোগ করতে পাঠিয়েছে। তিনি পুজোর উদ্বোধনের ভাষণেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি হুঙ্কার ছাড়ছেন যে ডিসেম্বরেই রাজ্য সরকার পড়ে যাবে। ১৮ জন তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
মন্তব্য করুন
নির্বাচিত কলাম থেকে আরও পড়ুন
নির্বাচিত কলাম সর্বাধিক পঠিত
সাম্প্রতিক প্রসঙ্গ/ নির্বাচন ঘিরে একই প্রশ্ন, আমেরিকা কি ম্যানেজ হয়ে যাবে?
সাম্প্রতিক/ এখানেই শেষ নাকি আগামীকাল আছে
আন্তর্জাতিক/ হামাসের টানেলযুদ্ধে পরাস্ত হচ্ছে ইসরাইলি সেনারা
সাম্প্রতিক প্রসঙ্গ/ তত্ত্বাবধায়ক সরকার ও বিদেশি থাবা, সিদ্ধান্ত সীমানার বাইরে?
প্রেম এমনও হয়!/ সে যুগের লাইলী-মজনু এ যুগের খাইরুন-মামুন
সাম্প্রতিক/ রাজনীতি কি পয়েন্ট অব নো রিটার্নের দিকে যাচ্ছে?
আ ন্ত র্জা তি ক/ ভারত বিরোধিতায় মালদ্বীপের প্রেসিডেন্টের চমক
সাম্প্রতিক প্রসঙ্গ/ সুষ্ঠু নির্বাচন চাওয়ায় যুক্তরাষ্ট্রের ভিন্ন স্বার্থের খোঁজ কেন?
স্বপ্নের স্বদেশের সন্ধানে/ তফসিল ঘোষণা- এরপর কি সব সমাধানের সুযোগ শেষ?

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]