ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ছাত্রলীগ ভয়ভীতি দেখিয়ে দলীয় দাসে পরিণত করার ঔদ্ধত্য দেখাচ্ছে- ইসলামী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

ছাত্রলীগ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে তাদের দলীয় দাসে পরিণত করার ঔদ্ধত্য দেখাচ্ছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। গতকাল সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন। এতে বলা হয়, ছাত্রলীগ বর্তমানে ছাত্র সংগঠনের ব্যানার ধারণ করে ক্যাম্পাসে একের পর এক নীতি- নৈতিকতা বিবর্জিত কাজ করছে। ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের লাঠিপেটা, মানসিক নির্যাতন ও চরিত্রহরণের মতো পৈশাচিক আচরণ করে ছাত্ররাজনীতিকে কলঙ্কিত করছে। নেতৃবৃন্দ বলেন, ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন ছাত্র সংগঠন-ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি, আসন-বাণিজ্য ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ করতেন। যা বিভিন্ন সময় মিডিয়ায় প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কল রেকর্ড ফাঁস হয়েছে। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে অনৈতিক ও ভয়াবহ এসব কর্মকাণ্ড এখন প্রকাশ্যে এসেছে।  শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় ইডেন কলেজ কর্তৃপক্ষের নিকট নেতৃবৃন্দ হতাশা ব্যক্ত করে বলেন, দ্রুততম সময়ে নারী শিক্ষার্থীদের ইডেন কলেজে শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। নারী শিক্ষার্থীদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। তারা ছাত্রলীগের সকল অপকর্ম বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সচেতন শিক্ষার্থী ও অভিভাবকগণ দেশবাসীকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status