বাংলারজমিন
রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবাররংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এরা হলেন- ইকরচালীর ভুট্টু মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (১২), মজিবর মিয়ার ছেলে অটোচালক জাহাঙ্গীর আলম ও অটোযাত্রী মাসুদ রানা (২৩)। এরমধ্যে সুরাইয়া আক্তার ঘটনাস্থলে এবং জাহাঙ্গীর ও মাসুদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সরদার মিজানুর রহমান।
তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় তারাগঞ্জ উপজেলার ইকরচালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি বরাতি ব্রিজের কাছে আসলে পেছন থেকে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন ধাক্কা দেয়। এতেই দুমড়ে-মুচড়ে অটোরিকশাটি রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই সুরাইয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা আহত ইকরচালীর মামুন মিয়া (২৫), রবিউল (২৫), জিন্নাত (৫), খাদিজা খাতুন (৩০), মাসুদ রানা (২৩), জাহাঙ্গীর আলম, অজ্ঞাত শিশু (১), অজ্ঞাত নারীকে (২৫) উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদ মোরশেদ বলেন, বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।