ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন চিরদিনের জন্য ব্যবহার অনুপযোগী হতে পারে: জার্মান পত্রিকা

মানবজমিন ডেস্ক

(২ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ৭:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৩ পূর্বাহ্ন

mzamin

রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস পাইপলাইনে লিক নিয়ে জার্মান পত্রিকা তাগেসস্পাইজেল বলেছে, নর্ড স্ট্রিম ১ ও ২ চিরদিনের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে উঠতে পারে। তাৎক্ষণিকভাবে তা মেরামত না করা হলে লবণাক্ত পানি প্রবেশ করে এই পাইপলাইনের মারাত্মক ক্ষতি করবে। এ ঘটনা এতটাই জটিল যে, বিশেষজ্ঞরা এবং জার্মান সরকারের কর্মকর্তারা মনে করছেন, এ কাজ একমাত্র রাষ্ট্রীয় ‘অ্যাক্টর’ই করতে পারে। ওই পত্রিকাটি বলেছে, একটি ঘটনা এমন ঘটতে পারে যে, ওই গ্যাস পাইপলাইনের টিউবে পরিকল্পিতভাবে বিস্ফোরক বসানো হয়েছিল। নর্ড স্ট্রিম ১ গ্যাস পাইপলাইন রাশিয়ার সেইন্ট পিটার্সবুর্গ থেকে উত্তর-পূর্বদিকে বাল্টিক সাগর হয়ে জার্মানির উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১২০০ কিলোমিটার গিয়েছে। ২০১১ সালে এই পাইপলাইন চালু করা হয়। দিনে রাশিয়া থেকে এর মাধ্যমে গড়ে সর্বোচ্চ ১৭০ ঘনমিটার গ্যাস সরবরাহ দেয়া হয় জার্মানিকে। অন্যদিকে এর পাশাপাশি সমান্তরালে দ্বিতীয় আরেকটি পাইপলাইন নর্ড স্ট্রিম ২ নির্মাণ কাজ শেষ হয় গত বছর। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে এই প্রকল্প স্থগিত রাখা হয়েছে। এই লাইনে কখনোই গ্যাস সরবরাহ দেয়া হয়নি। এ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের স্যাবোটাজের অভিযোগকে উড়িয়ে দিয়েছে রাশিয়া। অন্যদিকে গ্যাস পাইপলাইনে ‘সন্ত্রাসী হামলার’ জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। জবাবে ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছেন, এমন অভিযোগ বাজে কথা এবং উদ্ভট। তিনি বলেন, এটা আমাদের জন্য এক বড় সমস্যা। কারণ, প্রথমত নর্ড স্ট্রিম ২ এর দুটি লাইনই গ্যাসে পূর্ণ। পুরো সিস্টেম গ্যাস পাম্প করার জন্য প্রস্তুত। আর এই গ্যাস অত্যন্ত বিস্ফোরক। লাইন লিক হওয়ার কারণে এই গ্যাস এখন উড়ে যাচ্ছে বাতাসে।  

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

১০

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status