বাংলারজমিন
‘বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না’
শরীয়তপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবারমুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাকিস্তান ভালো ছিল বক্তব্যে তিনি প্রমাণ করে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তাদের অন্তরে রয়েছে পাকিস্তান। স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীরা তাদের দোসর। তার বক্তব্য মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের ইজ্জতের সঙ্গে বেইমানির শামিল। বিএনপি’র হাতে এতিমদের টাকা নিরাপদ ছিল না। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবন (উত্তর) বাজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধাসহ তাদের সন্তানরা অন্য কোনো দলের কাজ করলে লজ্জা ছাড়া কিছু নাই। সামনে নির্বাচনে আমরা সকলে মিলে জননেত্রী শেখ হাসিনাকে সভানেত্রী হিসেবে ক্ষমতায় নিয়ে যাবো। তাইলে দেশ ভালো থাকবে। আমরা সকলে ভালো থাকবো। শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু শরীয়তপুর-১, নাহিম রাজ্জাক সংসদ সদস্য শরীয়তপুর-৩, শরীয়তপুর পুলিশ সুপার সাইফুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ.রাজ্জাক সরদার, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আ.আজিজ সিকদার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।