ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘এসোসিয়েশন’ থেকে ফেডারেশনের মর্যাদা পেতে যাচ্ছে ফেন্সিং

স্পোর্টস রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার

এসোসিয়েশন থেকে ফেডারেশনের মর্যাদা পেতে যাচ্ছে ফেন্সিং। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ২০১৯ সালে কাঠমান্ডু এসএ গেমসে বাংলাদেশ রেকর্ড সংখ্যক স্বর্ণ জিতেছিল। সেই আসরে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখানো একমাত্র ‘এসোসিয়েশন’ ছিল ফেন্সিং। বাংলাদেশের ক্রীড়া প্রশাসনিক কাঠামোর মর্যাদায় সর্বোচ্চ অবস্থান ফেডারেশনের। নতুন কোনো খেলা জাতীয় পর্যায়ে শুরু হলে প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ এসোসিয়েশনের মর্যাদা দেয়। সেই এসোসিয়েশনের কার্যক্রম বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে ফেডারেশনে উন্নীত হয়।  বাংলাদেশে ফেন্সিং দীর্ঘদিন এসোসিয়েশন হিসেবে কাজ করে আসছে। ঘরোয়া আয়োজন ছাড়াও এশিয়ান গেমস, সাউথ এশিয়ান গেমস, বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তলোয়ার নির্ভর খেলাটি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অ্যাসোসিয়েশনটির সাংগঠনিক দক্ষতাও যথেষ্ট।

বিজ্ঞাপন
বিগত সময়ে এই এসোসিয়েশন চলেছে অ্যাডহক কমিটির ওপর।  সামপ্রতিক সময়ে প্রথমবারের মতো নির্বাচনও হয়েছে। গতকাল সভায় ফেন্সিং এসোসিয়েশন তাদের বিভিন্ন অর্জন, লক্ষ্যমাত্রা, প্রশাসনিক কাঠামো, আন্তর্জাতিক স্বীকৃতি সহ বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন দেয়। আর সভা শেষে বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনকে ফেডারেশনে উন্নীত করা প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘আজকের নির্বাহী কমিটির সভায় সকলের সর্বসম্মতিক্রমে ফেন্সিংকে এসোসিয়েশন থেকে ফেডারেশন করার সিদ্ধান্ত হয়েছে।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status