ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

কৃষ্ণাদের চুরি যাওয়া অর্থ দিলো বাফুফে

স্পোর্টস রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার
mzamin

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের আগমনে বিমানবন্দরে ঢল নেমেছিল দর্শকদের। শিরোপাজয়ী তারকাদের নিয়ে মানুষ যখন আনন্দ-উল্লাস করছে, ঠিক তখনই ঘটে দুঃখজনক এক ঘটনা। জানা যায়, বিমানবন্দরে কৃষ্ণার লাগেজ থেকে ৯০০ ডলার ও ৫০০০০ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। আরেক ফুটবলার শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়ে যায় ৪০০ ডলার। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থানায় জিডি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। এতে কোনো সুরাহা না হওয়ায় বাফুফেই তিন ফুটবলারকে সেই অর্থ প্রদান করেছে।
কৃষ্ণা রাণী সরকারের ৯০০ ডলার খোয়া গিয়েছিল। বাফুফে সাফ ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণাকে তার হারানো অর্থের চেয়ে বেশি দিয়েছেন। বাংলাদেশ দলের স্ট্রাইকার কৃষ্ণা পেয়েছেন দেড় লাখ টাকা। ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়রের হারিয়েছিল ৪০০ ডলার। তিনিও পেয়েছেন হারানো অর্থের চেয়ে দ্বিগুণ।

বিজ্ঞাপন
বাফুফে শামসুন্নাহারকে দিয়েছে ১ লাখ টাকা। বাংলাদেশ দলের মিডফিল্ডার সানজিদা আক্তারের অর্থ ছিল কৃষ্ণার ব্যাগে। সেই অর্থ দিয়ে একটি আইফোন মোবাইল কিনতে চেয়েছিলেন সানজিদা আক্তার। সানজিদাকে কিনে দেয়া হয়েছে একটি আইফোন। সানজিদা-কৃষ্ণারা এখন বাফুফে ভবনে অবস্থান করছেন। আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা ছুটিতে যাবেন। ১৮ই অক্টোবর পর্যন্ত খেলোয়াড়দের ছুটি কাটানোর কথা। এর আগে ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের জন্য সংবর্ধনার আয়োজন করেছে। উক্ত সংবর্ধনায় উপহার হিসেবে চ্যাম্পিয়ন ফুটবল দলের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেবে রাষ্ট্রীয় সংস্থাটি।  
এর আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছিলেন, ‘আমরা সরাসরি সিভিল এভিয়েশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এমনকি আমরা থানায় দুটো জিডিও করেছি। বিমানবন্দর অথরিটি ও সিভিল এভিয়েশন ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছে। এছাড়া বাফুফে ভবনের সিসিটিভি ফুটেজও দেখা হবে প্রয়োজনে।’ তবে নারী ফুটবল দল দেশে ফেরার পরদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বাফুফে প্রোটোকল প্রতিনিধি ও ২ জন টিম অফিসিয়াল লাগেজ সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমান কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে নেয়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই অভিযোগের সত্যতার প্রমাণ মেলেনি বলে নিশ্চিত হওয়া গেছে।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status