ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

এবার জামালদের নেপাল পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার
mzamin

গত ১৯শে সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। নারী ফুটবল দলের সাফ জয়ের আনন্দের রেশ এখনো শেষ হয়নি। মেয়ে ফুটবলারদের বন্দনা চলছে চারদিকে। এরই মধ্যে সেই নেপালে পৌঁছে গেছে পুরুষ ফুটবল দল। কাঠমান্ডুর সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আগামী ২৭শে সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।
ওই মাঠে নেপালের মেয়েদের হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পুরুষ ফুটবল দল পারবে কি নারীদের মতো নেপালকে হারাতে। জামাল ভূঁইয়াদের জন্য সেটা এখন বাড়তি চাপ। এর আগে বাংলাদেশ পুরুষ ফুটবল দল ২২শে সেপ্টেম্বর নমপেনে কম্বোডিয়াকে হারিয়েছে ১-০ গোলে। ওই ম্যাচ জিতে পরের দিন জামাল ভূঁইয়ারা চলে গেছেন নেপালে। শুক্রবার নেপাল সময় রাত পৌনে ১০ টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডু পৌঁছে।

বিজ্ঞাপন
গতকাল বিকালে কোচ হাভিয়ের কাবরেরা ও তার দল কাঠমান্ডুতে তার দল প্রথম অনুশীলনে নামে। সেখান থেকে এক ভিডিও বার্তায় ফরোয়ার্ড মতিন মিয়া বলেন, ‘আমরা কম্বোডিয়ার বিপক্ষে জয় নিয়ে এখানে এসেছি। দলের সকলে উজ্জীবিত আছে। আশা করছি নেপালের বিপক্ষে জিতেই আমরা দেশে ফিরতে পারবো।’ এই মাঠে ১৫-১৬ হাজার দর্শকের সামনে চার পাঁচদিন আগে নেপালকে হারিয়েছে মেয়েরা। এই আত্মবিশ^াস ২৭ তারিখের ম্যাচে কাজে দিবে জানিয়ে মতিন বলেন, ‘এখানে মেয়েরা জিতে আমাদের চাপে ফেলেনি। আমি বলবো তারা আমাদের আত্মবিশ^াস দিয়েছে। যা সামনের ম্যাচে কাজে আসবে।’  বাংলাদেশ ও নেপালের এটি হবে ২৪তম মোকাবিলা। আগের ২৩ বারের সাক্ষাতে বাংলাদেশ জিতেছে ১৩ বার, নেপাল জিতেছে ৭ বার এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টির কারণে কর্দমাক্ত মাঠে খেলতে হয় সাবিনাদের। বাফুফে সূত্র জানায়, কাঠমান্ডুর আবহাওয়া গতকালও ছিল মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি হয়। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে টানা এক ঘণ্টা টিম হোটেলে জিম ও সুইমিং সেশন সম্পন্ন করেন জামালরা। আর বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কাঠমান্ডুর আর্মি গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরায় বাংলাদেশ দল। জানা যায় আজ বিকালেও যথারীতি অনুশীলনে ব্যস্ত  থাকবে সফরকারীরা।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status