খেলা
আফ্রিদিকে নিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, নেই ফখর
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১১ অপরাহ্ন

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর পাকিস্তান দল নিয়ে কম সমালোচনা হয়নি। তবে ইফতিখার-খুশদিলদের ওপর ভরসা রাখলো পিসিবি। তাদের নিয়েই বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের দলে ফিরেছেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি ও টপঅর্ডার ব্যাটার হায়দার আলী। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার শান মাসুদ। ফখর জামানকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।
রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ দাহানি।