ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানের তালিকায় জায়গা করে নিল চিলি-আর্জেন্টিনা

মানবজমিন ডিজিটাল

(৪ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ১১:০২ পূর্বাহ্ন

mzamin

মেরু অঞ্চলকে পৃথিবীর শীতলতম স্থান হিসেবে ধরা হয়। কিন্তু গত ৩০শে জুন লাতিন আমেরিকার দুই দেশ চিলি ও আর্জেন্টিনা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডব্লিউএমও জানিয়েছে, এই চরম পরিস্থিতির নেপথ্যে রয়েছে ‘পোলার-অরিজিন অ্যান্টিসাইক্লোন’। যার জেরে উভয় দেশের সরকারই ঠান্ডা আবহাওয়ার সতর্কতা জারি করেছে। দক্ষিণ আমেরিকায় যখন তীব্র শীত তখন উত্তর গোলার্ধে, বিশেষ করে ইউরোপে তীব্র তাপদাহ জীবনযাত্রাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর জেরে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

হিটিং সিস্টেমে প্রভাব পড়েছে

আর্জেন্টিনার মার দেল প্লাটাতে-বুয়েনস আইরেস থেকে প্রায় ৩৮০ কিলোমিটার (২৪০ মাইল) দক্ষিণে যেখানে শীতকালে ‘ঠান্ডা’ থাকলেও তাপমাত্রা খুব কমই হিমাঙ্কের নিচে নামে সেখানে অস্বাভাবিক ঠান্ডা বাতাস প্রাকৃতিক গ্যাসকে প্রভাবিত করেছে, যা মূলত বাতাসকে গরম রাখে। জাতিসংঘের একজন কর্মী জানিয়েছেন, বাসায় গরম বাতাস সরবরাহ করতে ব্যবসায়িক আপাতত প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার এবং সম্ভবত শুক্রবার স্কুল ও সরকারি ভবনও বন্ধ ছিল। বৃহস্পতিবার বুয়েনোস আইরেসে ১২ ডিগ্রি, মন্টেভিডিওতে ১৪ ডিগ্রি এবং সান্তিয়াগোতে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

অস্বাভাবিক আবহাওয়া

২৬ জুন থেকে শীতের তীব্রতা শুরু হয় এবং ৩০ জুন তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, মহাদেশের বিশাল অংশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ডব্লিউএমও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যদিও আন্দেজ পর্বতমালা এবং পাতাগোনিয়ায় শীতকালে ঠান্ডা তাপমাত্রা থাকে, তবে এই ধরনের ঠান্ডা বাতাস ব্যতিক্রমী ছিল এবং এমনকি এটি নিম্নাঞ্চলগুলোকেও প্রভাবিত করেছিল। উচ্চ-চাপের কারণে বায়ুমণ্ডলীয় স্থিতিশীলতা বজায় ছিল। যার ফলে আকাশ পরিষ্কার ছিল এবং ব্যাপকহরে তুষারপাত হয়েছিল। চিলির সান্তিয়াগো, রানকাগুয়া এবং তালকা শহরগুলোতে ঠান্ডা বাতাসের কারণে দূষণকারী পদার্থ জমা হয় এবং বায়ুর গুণমান খারাপ হয়। চিলি ও আর্জেন্টিনা উভয় দেশের জাতীয় আবহাওয়া পরিষেবা একাধিক আবহাওয়া কেন্দ্রে নিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। উল্লেখযোগ্যভাবে, এক দশকেরও বেশি সময় ধরে প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান আতাকামা মরুভূমির কিছু অংশ তুষারে ঢাকা পড়েছে। মার দেল প্লাটা, কর্ডোবার ক্যালামুচিটা উপত্যকা এবং উত্তর পাতাগোনিয়ার পাহাড়ি অঞ্চলের মতো বেশ কিছু স্থানেও তুষারপাত হয়েছে, যা অস্বাভাবিক।

সুদূরপ্রসারী প্রভাব

তীব্র শীতের বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। চিলির মধ্যাঞ্চল এবং উত্তর পাতাগোনিয়ার কৃষকরা প্রাথমিক তুষারপাতের কারণে ফসলের ক্ষতির কথা জানিয়েছেন। এই আবহাওয়ার কারণে ফল এবং শীতকালীন ফসল চাষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তীব্র শীতের কারণে শহরগুলোতে  পরিবহন এবং শিশুদের স্কুলে পড়াশোনা ব্যাহত হয়েছে।

সূত্র: ইউনাইটেড নেশনস নিউজ

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status