ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

শয্যা না থাকায় মেঝেতে সেবা নিচ্ছেন রোগীরা

গাইবান্ধা প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, শুক্রবার
mzamin

গাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবল সংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে শয্যা সংকটের মধ্যেই চলছে চিকিৎসাসেবা। গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে গণপূর্ত বিভাগ ৩৯ কোটি টাকা ব্যয়ে দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে গাইবান্ধায় নতুন হাসপাতাল ভবন নির্মাণ কাজের কার্যাদেশ দেয়। এরপর একটি ছয়তলা ভবন নির্মাণ করা হয়। ২০২২ সালের এপ্রিলের শুরুর দিকে গণপূর্ত বিভাগ হাসপাতাল কর্তৃপক্ষকে ভবনটি বুঝিয়ে দেয়। ভবন বুঝে পাওয়ার পর দুই বছর ১০ মাস গেলেও এখনো হাসপাতালের নবনির্মিত ভবন চালু করতে পারেনি কর্তৃপক্ষ। সরজমিন দেখা যায়, হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগে রোগীদের উপচেপড়া ভিড়। পুরুষ-মহিলা ওয়ার্ডেও রয়েছে শয্যা সংকট। শয্যা না থাকায় হাসপাতালের মেঝেতে জায়গা করে নিয়েছেন রোগীরা।
পৌর শহরের সবুজপাড়া থেকে আনোয়ার হোসেন তার বৃদ্ধ মাকে নিয়ে এসেছেন হাসপাতালে। তিনি জরুরি বিভাগে ডাক্তার দেখান। ডাক্তার তার মাকে রংপুরে রেফার্ড করেন। আনোয়ার আক্ষেপ করে বলেন, এই হাসপাতালের নাম রেফার হাসপাতাল হওয়া উচিত। এখানে রোগী এলেই বিভিন্ন জায়গায় রেফার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে নিয়মিত রোগী ভর্তি থাকে তিনশ’র ওপরে। মেঝে আর বারান্দায় বিছানা পেতে সেবা নিতে হয় অনেককে। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসে এক থেকে দেড় হাজার রোগী। বহির্বিভাগে আসা রোগীদের বসার ব্যবস্থা নেই হাসপাতালটিতে। নতুন ভবনে পর্যাপ্ত কেবিন, ১৫০ শয্যার ওয়ার্ড, বহির্বিভাগে রোগীদের সেবা দেয়ার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা, আইসিইউ, ডায়ালাইসিসের ব্যবস্থা, আধুনিক অপারেশন থিয়েটারসহ আধুনিক সব চিকিৎসা-সুবিধা রয়েছে। কিন্তু নতুন ভবন চালু না করায় এর সুফল থেকে বঞ্চিত জেলাবাসী।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুজ্জামান বলেন, ২০১৮ সালে নতুন ভবন উদ্বোধন হওয়ার পর দুই বছর ১০ মাস আগে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করে। তিনি বলেন, হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর জন্য দরকার ৫৫ জন চিকিৎসক, ১০১ জন নার্সসহ মোট ২৩৩ জন। তবে আছেন মাত্র ৪৩ জন। জনবল সংকটের বিষয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি, তবু কোনো কাজই হচ্ছে না। আমি নিজেও সিভিল সার্জনের পাশাপাশি এই হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status