খেলা
থানায় হাজিরা দিয়ে রেহাই পেলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১০ অপরাহ্ন

চলতি বছরের ৯ই এপ্রিল এভারটনের মাঠে খেলতে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচশেষে ড্রেসিংরুমে ফেরার পথে আছাড় মেরে এক শিশু ভক্তের মুঠোফোন ভেঙে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘটনার জেরে গতকাল পুলিশের কাছে হাজিরা দিতে হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে।
ঘটনার পুলিশি তদন্ত চলছিল। বুধবার বিবৃতি দিয়ে পুলিশ জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে, গায়ে হাত তোলা ও অন্যের সম্পদ ধ্বংসের দায়ে অভিযুক্ত ৩৭ বছর বয়সী একজন ব্যক্তি বুধবার স্বেচ্ছায় হাজিরা দেন এবং সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৯ই এপ্রিল গুডিসন পার্কে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচশেষে একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ এটি। শর্তসাপেক্ষে সতর্ক করার মধ্য দিয়ে ঘটনার সুরাহা করা হয়েছে। ব্যাপারটি এখন সমাপ্ত।’
গুডিসন পার্কে সেই ম্যাচে এভারটনের কাছে ১-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে চ্যাম্পিয়নস লীগে জায়গা হারানোর আশঙ্কা আরো প্রকট হয় রেড ডেভিলদের। সেই ম্যাচে চোট পান রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পায়ে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরিয়ে টানেলে প্রবেশের ঠিক আগে হাত বাড়িয়ে এক ক্ষুদে ভক্তের ফোন আছাড় মারেন রোনালদো।
রোনালদোর ছুবি তুলতেই মোবাইল বাড়িয়েছিল জ্যাকব নামের সেই ১৪ বছর বয়সী বালক।
রোনালদো অবশ্য সেদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছিলেন, ‘রাগের মাথায় কাজটা করেছি। সেজন্য ক্ষমা চাইছি। যদি সম্ভব হয়, আমি সেই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখার আমন্ত্রণ জানাতে চাইব।’
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]