ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ওপেনিংয়ে সাকিব-মুশফিককেও ভাবছেন সুজন

স্পোর্টস রিপোর্টার
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার
mzamin

অনেক নাটকের পর এশিয়া কাপে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের স্কোয়াড দেন নির্বাচকরা। কিন্তু লিটন কুমার দাস ইনজুরিতে থাকায় দলে তার বিকল্প হিসেবে রাখা হয়নি বাড়তি কোনো ওপেনারকে। এনামুল হক বিজয় ও তরুণ পারভেজ হোসেন ইমন ছাড়া দলে নেই কোনো স্বীকৃত ওপেনার। তাহলে বিকল্প কী! যদি তাদের দু’জনের কেউ ইনজুরি আক্রান্ত হয় তাহলে কী হবে? এমন প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও জাতীয় দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন ওপেনার হিসেবে তাদের ভাবনায় আছেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহীমও! তিনি বলেন, ‘স্বীকৃত ওপেনার বিজয় ও ইমন। তবে অন্য অনেকেই আছে যারা লোকাল ক্রিকেটে ওপেনিং করেছে। মুশফিক হতে পারে, সাকিবও হতে পারে। মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেনার হতে পারে। অনেক অপশন আছে আমাদের হাতে।’
দলের স্বীকৃত ওপেনার এনামুল হক বিজয় জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৯ টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে তিনি ওপেন করেছেন ১৩ ইনিংসে।

বিজ্ঞাপন
যার মধ্যে তিনি ২৩.১৮ গড়ে করেছেন ২৫৫ রান। তার ব্যাট থেকে কোনো ফিফটি নেই। সর্বোচ্চ ৪৪ রানের অপরাজিত ইনিংস। এছাড়াও এই মাসে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ওপেন করতে নামেন পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচে মাত্র ২ রান করে আউট হন তিনি। তাই এই তরুণকে এখনো আরো কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে। অন্যদিকে  শেখ মেহেদী এখনো জাতীয় দলে ওপেন করার সুযোগ পাননি। অন্যদিকে অভিজ্ঞ সাকিব আল হাসান এখন পর্যন্ত খেলেছেন ৯৯ ম্যাচ। সেখানে মাত্র একটি ইনিংসেই ওপেন করেছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবার ওপেন করতে নামেন তিনি। ইনজুরির কারণে সেটিই ছিল বিশ্বকাপে তার শেষ ম্যাচ। ব্যাট হাতে ৯ রান করে আউট হন এই অলরাউন্ডার। অন্যদিকে ১০০ টি-টোয়ন্টি ম্যাচ খেলা মুশফিকুর রহীম তার ক্যারিয়ারে মাত্র এক ইনিংসে ওপেন করার সুযোগ পেয়েছিলেন। ২০১৯ এ মিরপুর শেরেবাংলা মাঠে লিটন দাসের সঙ্গে ব্যাট করতে নেমে তিনি ৫ রান করে আউট হয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে।  তাই সুজন যতই আত্মবিশ্বাসী হোক না কেন বলার অপেক্ষা রাখে না এশিয়া কাপে বাংলাদেশকে দারুণভাবে চিন্তায় ফেলবে এই ওপেনিং বিভাগ যার চরম মূল্যও দিতে হতে পারে টাইগারদের। তবে বিশ্বকাপকে সামনে রেখে বিকল্প ওপেনার তৈরিরও এটি একটি বড় সুযোগ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল ভালো করছে না এটি সবারই জানা তবে সুজন জানিয়ে দেন এই কারণেই বিসিবি চেষ্টা করে যাচ্ছে পরিবর্তন আনার। আর সাকিবের অধিনায়ক হিসেবে ফেরাকে দেখছেন দারুণ ইতিবাচক হিসেবে। নিজেদের এই চেষ্টা নিয়ে তিনি বলেন, ‘আমরা ভালো করছি না বলেই চেষ্টা করছি যে কীভাবে ভালো করা যায়। 
সাকিব ফিরেছেÑ এটা খুবই ইতিবাচক দিক। সবাই একবাক্যে স্বীকার করবে যে, এই ফরম্যাটে সাকিব সবচেয়ে অভিজ্ঞ। এই ফরম্যাটে সে বিশ্বব্যাপী অনেক ক্রিকেট খেলে।’ এরই মধ্যে দলের সিনিয়রদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান টিম ডিরেক্টর সুজন। তিনি বলেন, ‘রিয়াদের সাথেও কথা হয়েছে সাকিবের সাথেও কথা হয়েছে। আমি যেহেতু এখন দলের সাথে জড়িত কথা তো হবেই। কথা না বলার কিছু নাই। বোর্ডের একটা অবস্থান ছিল যে সাকিব যেহেতু এই ফরম্যাটে বেশি অভিজ্ঞ, ওর অনেক ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার অভিজ্ঞতা আছে। ওর পারফরম্যান্স সব মিলিয়ে আমাদের মনে হয়েছে সেই-ই সেরা পছন্দ সত্যি কথা বলতে গেলে। বিষয়টা এমন না যে রিয়াদ খারাপ, তবে হয়তো রিয়াদের চেয়ে সাকিবকে সেরা বিকল্প মনে হয়েছে। দিন শেষে আমরা সবাই বিসিবিতে কাজ করি বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার জন্য।
অন্যদিকে পারফরম্যান্স নিয়ে দারুণ সমালোচনা থাকা নেতৃত্ব হারানো মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখা  নিয়ে সুজন বলেন, ‘রিয়াদের সাথে কথা হয়েছে। শেষ টি-টোয়েন্টিতে (জিম্বাবুয়ে) আমি যখন তাকে বলেছি খেলতে সে রাজি হয়েছে। আমি তাকে ফোন করে বলি যে পরের ম্যাচে খেলতে হবে কারণ সোহানের চোট আমাদের ভাবিয়ে তুলেছে মিডল অর্ডারে। রিয়াদ না করেনি, সে বললো আমি খেলবো অসুবিধা নাই। অধিনায়ক কে তা মূল বিষয় না। অধিনায়ককে কেবল অনুসরণ করা, মাঠে তো অধিনায়কের একটা গুরু দায়িত্ব থাকে। সবাই দেশের ক্রিকেটের চিন্তা করে, এটাই তো বড় গর্বের। লাল-সবুজের জন্য খেলার চাইতে বড় গর্বের আর কিছু আছে? আমি মনে করি এটা রিয়াদ, মুশফিক বা আফিফ, সাকিব, তামিম যেই-ই হোক না কেন।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status