ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

তবুও অধিনায়ক সাকিব

স্পোর্টস রিপোর্টার
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

জুয়া বা বেটিং প্রতিষ্ঠান বেট উইনার। তাদের একটি নিউজ সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসডর হন সাকিব আল হাসান। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নিজেই তার ফেসবুক পেইজে পোস্ট দিয়ে তা নিশ্চিত করেন। এরপরই ওঠে আলোচনা-সমালোচনার ঝড়। নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরাসরি  বোর্ড সভাপতি নাজমুল হাসান হুমকি দেন এই বিজ্ঞাপন থেকে সরে না এলে সাকিবকে আর বাংলাদেশ ক্রিকেটের কোথাও রাখা হবে না। এতেই বদলে যায় পরিস্থিতি। এই অলরাউন্ডার বেট উইনারের বিজ্ঞাপন চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণা দেন। এরপর গতকাল তাকেই টি-টোয়েন্টি অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করে বিসিবি। প্রশ্ন উঠেছে সাকিব বাংলাদেশ ও বিসিবি পরিপন্থি একটি চুক্তি করেও কিভাবে দলের দায়িত্ব পান! এই প্রশ্নের জবাবে অবশ্য বিসিবি নিজের অসহায়ত্বই প্রকাশ করে।

বিজ্ঞাপন
কারণ, বিকল্প নেই। এ  বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এখানে  আমাদের যুক্তি তো আছে। আমরা তো বলেছি সে (সাকিব)  আমাদের সেরা ক্রিকেটার, সে দেশের বাইরের কেউ না। ও যখন বলেছে যে ভুল করেছে আমরা তা মেনে নিয়েছি। পরবর্তীতে যেন এমন ভুল না করে সেটা তাকে বলা হয়েছে এবং সাকিব তা মেনেও নিয়েছে। সে আশ্বাস দিয়েছে আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে তাই মেনে নিয়েছি। এমন কিছু হলে আসলে কমপ্রোমাইজ করা উচিত না। কিন্তু যেহেতু দলের চিন্তা করে এবং সে যেহেতু বলেছে এবার আমরা মেনে নিয়েছি। আশা করছি পরবর্তীতে এমন কিছু আর হবে না।’ 
গতকাল সারাদিন  ক্রিকেট পাড়ায় ছিল গুঞ্জন, চাপা উত্তেজনা সাকিবের অধিনায়কত্বের সঙ্গে কে কে থাকছেন এশিয়া কাপের স্কোয়াডে! কে পড়ছেন বাদ সেই আলোচনা দিনভর। অবশেষে সন্ধ্যা নাগাদ নিরবতা ভঙ্গ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান, অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আর সাকিবের ম্যারাথন বৈঠক শেষে মুখ খোলেন প্রধান নির্বাচক। টেস্টের মতো টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ফিরে পেলেন সাকিব। এশিয়া কাপ দিয়ে নতুন মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হলেন টাইগার অলরাউন্ডার। এই দায়িত্বে থাকবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ২০১৯ সালে সাকিব ফিক্সিং প্রস্তাব গোপন করার অপরাধে নিষিদ্ধ হলে টেস্টে মুমিনুল হক ও টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদকে নেতৃত্ব দেওয়া হয়। এর আগে দুই ফরম্যাটেই অধিনায়ক ছিলেন বাংলাদেশের পোস্টার বয়। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব আল হাসান। দেশে ফিরে বেট উইনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেন তিনি। বিকাল সোয়া ৩টার দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসভবনে উপস্থিত হন সাকিব আল হাসান। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘সাকিব আল হাসান এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য অধিনায়ক থাকছেন। বোর্ডের আগে থেকেই একটা সিদ্ধান্ত ছিল সাকিবকে নিয়ে। 
আজ সে ব্যাপারেই আবার আলোচনা হয়েছে এবং সে অনুযায়ী সাকিবকেই বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেয়া হচ্ছে। পরবর্তীতে আমরা আবার বিশ্বকাপের পর নতুন নেতৃত্বের বিষয়টা বিবেচনা করবো।’ জালাল ইউনুস বলেন, ‘সাকিব তার ভুল বুঝতে পেরেছে। তবে যেহেতু সে বিসিবির অনুমতি না নিয়ে এমন একটি সংস্থার সঙ্গে বিজ্ঞাপনে জড়িয়েছেন তা নিয়ে কি করণীয় এ বিষয়ে বোর্ড সভাতেই আলোচনা হবে।’ জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে তার এমনটা করা উচিত হয়নি। আর সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। যেহেতু আমরা আগে থেকেই সিদ্ধান্ত রেখেছিলাম যে সাকিবকে নেতৃত্ব দেয়া হবে তাই ওটাই করা হয়েছে। যেহেতু সাকিব প্রেসিডেন্টের সামনে এবং আমাদের সামনে বলেছে যে ওটাকে অনলাইন নিউজ পোর্টাল মনে করে ওটার সঙ্গে চুক্তি করেছে। তাকে বুঝিয়ে বলার পর সে কিন্তু সরে এসেছে।  তার কাছে মনে হয়েছে যে এটা মিসগাইডেড। এসব নিয়ে আলোচনা হয়েছে। এটা যেহেতু আমাদের অনুমতি ছাড়া চুক্তি করেছে এ ব্যাপারে (শাস্তি বা কারণ দর্শানো) পরবর্তী বোর্ড সভায় আলোচনা করা হবে।’ বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত ৮ জন ক্রিকেটার টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। যাদের মাঝে পাঁচ জন পেয়েছিলেন স্থায়ী অধিনায়কত্ব। ২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেন শাহরিয়ার নাফীস। ঐ একটি ম্যাচেই নেতৃত্ব দেন বাঁহাতি এই ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে ঐ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। 
এর বাইরে সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কত্ব করেন মাহমুদুল্লাহ রিয়াদ। 
৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জেতান ১৬ ম্যাচে। মাশরাফি বিন মুর্তজা ২৮ ম্যাচে জয় এনে দেন ১০ টিতে। মুশফিকুর রহীম ২৩ ম্যাচে ৮, সাকিব আল হাসান ২১ ম্যাচে ৭ ও মোহাম্মদ আশরাফুল ১১ ম্যাচে ২ জয়ের দেখা পান। একটি করে ম্যাচে অধিনায়কত্ব করেন লিটন কুমার দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনই হার দেখেছেন নেতৃত্ব দেওয়া ম্যাচে। সদ্য জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহান দুই ম্যাচে অধিনায়কত্ব করে জয় পান একটিতে।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status