খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিন আসরের অধিনায়ক সাকিব
স্পোর্টস রিপোর্টার
(২ বছর আগে) ১৩ আগস্ট ২০২২, শনিবার, ৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১১ অপরাহ্ন

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। সাকিবকে আসন্ন তিনটি টুর্নামেন্টের জন্য অধিনায়কত্ব দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
সর্বশেষ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন নুরুল হাসান সোহান। মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে সোহানকে দেয়া হয় নেতৃত্ব। শুধু জিম্বাবুয়ে সফরের জন্যই সোহানকে অধিনায়ক করা হয়েছিল। আর সেখানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় চোট নিয়ে ছিটকে যান এ উইকেটরক্ষক-ব্যাটার।