ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ব্যাংককের অজ্ঞাত হোটেলে গোটাবাইয়া, বের না হওয়ার পরামর্শ পুলিশের

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২২, শনিবার, ৪:৩২ অপরাহ্ন

mzamin

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে এসেছেন বৃহস্পতিবার রাতে। এরপর রাজধানী ব্যাংককের প্রাণকেন্দ্রে একটি হোটেলে অবস্থান করছেন। সেখানে নিরাপত্তার কারণে পুলিশ তাকে সাবধান করেছে। পরামর্শ দিয়েছে হোটেল কক্ষ থেকে বের না হতে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। এতে আরও বলা হয়, তিনজন সঙ্গী নিয়ে বৃহস্পতিবার রাজাপাকসে সিঙ্গাপুর থেকে একটি ভাড়া করা বিমানে স্থানীয় সময় বৃহস্পতিবার সময় রাত ৮টায় অবতরণ করেন সামরিক বিমানঘাঁটি ডন মুয়েং আন্তর্জাতিক বিমানবন্দরে। তাদের অবতরণ করার কথা ছিল ফুকেটে। কিন্তু বিমান থেকে তথ্য ফাঁস হওয়ার আতঙ্কে ওই বিমানটিকে ঘুরিয়ে ব্যাংককে সামরিক ওই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। 

ব্যাংককে যে হোটেলে তারা উঠেছেন তার নাম বা অবস্থান প্রকাশ করা হয়নি। তবে পুলিশের স্পেশাল শাখার সদস্যদেরকে আগে থেকেই রাজাপাকসের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছিল। কর্মকর্তারা শ্রীলঙ্কার সাবেক এই প্রেসিডেন্টকে থাইল্যান্ডে থাকার সময়টা হোটেলেই অবস্থান করার পরামর্শ দিয়েছেন। 

গোটাবাইয়া রাজাপাকসের সিঙ্গাপুরের ভিসার মেয়াদ যেদিন শেষ হয়, ঠিক সেদিনই তিনি ব্যাংককের উদ্দেশে উড়াল দেন।

বিজ্ঞাপন
তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন অস্থায়ীভাবে অবস্থান করতে। সেখান থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তার পক্ষে চেষ্টা চালানো হয়। কিন্তু কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে আশ্রয়ের আবেদন করেননি। অবশেষে তিনি পাশের দেশ থাইল্যান্ডে ফিরে যান। এক্ষেত্রে শ্রীলঙ্কার বর্তমান সরকার বিদেশি সব সরকারের সঙ্গে গোটাবাইয়া রাজাপাকসের পক্ষে যোগাযোগ করেছে। তাতে আশ্রয় দেয়ার অনুরোধ করেছে। 

বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা নিশ্চিত করেছেন যে, শ্রীলঙ্কার ৭৩ বছর বয়সী গোটাবাইয়াকে তার দেশে মানবিক কারণে আশ্রয় দেয়া হয়েছে। সেখানে বসে তিনি অন্য কোনো দেশে স্থায়ী আশ্রয় সন্ধান করবেন। এ সময়ে তিনি কোনো রাজনৈতিক কর্মকা-ে যুক্ত হতে পারবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 

প্রথমে জনতার ধাওয়া খেয়ে ১৩ই জুলাই পালিয়ে তিনি মালদ্বীপে যান। সেখানেও জনরোষের কবলে পড়েন। ফলে উড়াল দেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকে তিনি এসেছেন থাইল্যান্ডে। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status