বিশ্বজমিন
পাকিস্তানের হামলা প্রতিহত করতে ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা
মানবজমিন ডেস্ক
(২০ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১১ পূর্বাহ্ন

পাকিস্তানের সামরিক অভিযান প্রতিহত করতে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করেছে অত্যাধুনিক রুশ নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার পেছনে রয়েছে একটি দীর্ঘ পরিকল্পিত কৌশল, যা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা প্রমাণ করে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারি হামলা করে ভারত। ভারতীয় সশস্ত্র বাহিনী উগ্রপন্থিদের চারটি ঘাঁটি ও পাকিস্থান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাঁচটি স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। তার জবাবে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে সংঘর্ষ বাড়ানোর চেষ্টা চালানো হয়। ভারত যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করেছে তা রাশিয়ায় তৈরি। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য-
বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা: এস-৪০০’কে বিশ্বের সবচেয়ে উন্নত ও দীর্ঘপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। চীন ২০১৪ সালে প্রথম দেশ হিসেবে এই ব্যবস্থা কিনেছিল|
তিনটি মূল উপাদান: এই প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে শক্তিশালী রাডার, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং একটি কমান্ড সেন্টার। এটি যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এমনকি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করতে সক্ষম।
ন্যাটো’র কাছে বড় হুমকি: এর দীর্ঘ পাল্লা ও কার্যক্ষমতার কারণে ন্যাটো সদস্য দেশগুলো এস-৪০০’কে বড় হুমকি হিসেবে বিবেচনা করে।
উন্নত টার্গেটিং ক্ষমতা: এস-৪০০ প্রায় সব ধরণের আধুনিক যুদ্ধবিমানকে লক্ষ্য করতে পারে। এর রাডার ৬০০ কিমি দূর পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে।
ভারতের সঙ্গে চুক্তি: ভারত ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে ৫ বিলিয়ন ডলারের চুক্তি করে এস-৪০০-এর পাঁচটি ইউনিট কেনে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের হামলা প্রতিহত করতে এস-৪০০ ব্যবহারের সিদ্ধান্ত কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা ও প্রস্তুতিরই প্রতিফলন।