অনলাইন
নর্থাম্পটন টাউন কাউন্সিল নির্বাচন
চার বৃটিশ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(২৩ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন

নর্থাম্পটনের স্থনীয় টাউন কাউন্সিল নির্বাচনে এবার চার বৃটিশ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত ১লা মে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে নর্থাম্পটন কাউন্সিল টাউন নির্বাচন সম্পন্ন হয়।
বাংলাদেশি প্রার্থীর নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রের ভোটাররা জানান, বেশিরভাগ ভোটার পোস্টাল অর্ডারে ভোট দিয়েছেন, এজন্য কেন্দ্র কেন্দ্রে লোকজনের উপস্থিতি ছিল কম। তবে বিকালের দিকে ভোটারের উপস্থিতি বেশি ছিল। ওয়েস্ট নর্থাম্পটন কাউন্সিল থেকে নির্বাচনে সাতজন বাংলাদেশী বংশভূতপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে দুইজন জয় লাভ করেছেন এবং নর্থাম্পটন টাউন কাউন্সিল থেকে চার জন নির্বাচিত হন।
ওয়েস্ট নর্থাম্পটন শায়ার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে দুই জন বিজয়ী হয়েছেন। তারা হলেন লেবার পার্টির পেন্সার-ডালিংটন ওয়ার্ড থেকে সাবেক মেয়র রুপি আশরাফ ও কাসল ওয়ার্ড থেকে লেবার পার্টির এনামুল হক। এবার নিয়ে রুপি আশরাফ তিনবার, এনামুল হক তিনবার নির্বাচিত হয়ে হ্যাটিক করলেন।
বিলিং একোডাম ওয়ার্ড থেকে প্রথমবারের মত কনজার্ভেটিভ পার্টির কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশনের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি নাজ ইসলাম। এছাড়া হেডল্যান্ড ওয়ার্ড থেকে লেবার পার্টির তুরন মিয়া, কাসল ওয়ার্ড থেকে লেবার পার্টির এনামুল হক, ইস্পেনসার ওয়ার্ড থেকে লেবার পার্টির রুপি আশরাফ নির্বাচিত হয়েছেন।