ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বৃটেনের গর্ব ফিরিয়ে আনার অঙ্গীকার বৃটিশ প্রধানমন্ত্রীর

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

(৬ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

“ভিক্টোরি ডে ইন ইউরোপ” দিবস আজ। ৮ মে, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি কর্তৃক জার্মানির সশস্ত্র বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের আনুষ্ঠানিক স্বীকৃতি উদযাপনের দিন। দিবসটি উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। দুপুর ১২টায় মহান আত্মত্যাগীদের স্মরণে জাতি দুই মিনিটের নীরবতা পালন করে। প্রধানমন্ত্রী রাজা-রানী এবং এমপিদের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে এক কৃতজ্ঞতা সভায় অংশগ্রহণ করেন।

ভাষণে স্টারমার “ভিক্টোরি ডে ইন ইউরোপ” -এর তাৎপর্য তুলে ধরেন। “ভিক্টোরি ডে ইন ইউরোপ” এর ৮০ বছর উপলক্ষ্যে লন্ডন ডিফেন্স কনফারেন্সে দেয়া এই ভাষণে তিনি ইউক্রেনকে সমর্থন এবং বৃটেনকে যুদ্ধ-প্রস্তুত রাখতে জোর দিয়ে বলেন, আমার জীবদ্দশায় আমি কখনো ভাবিনি আবার ইউরোপে রাশিয়ার আগ্রাসন এবং ট্যাংকের প্রবেশ দেখতে হবে। আজ আমরা ইউক্রেনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি, আমাদের মিত্রদের সাথে এক হয়ে আমাদের মূল্যবোধের শক্তি প্রদর্শন করছি।

এসময় তিনি ঘোষণা করেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে রোলস-রয়েসের সাথে ৫৬৩ মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যা টাইফুন ফাইটার জেটের রক্ষণাবেক্ষণে ব্যয় হবে। এই চুক্তি বৃটেনের ঐতিহ্যবাহী প্রতিরক্ষা শিল্প- জাহাজ, ক্ষেপণাস্ত্র, কামান, যানবাহন ও বিমান নির্মাণ পুনর্জাগরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।

স্টারমার আরও বলেন, এখন আমাদের কাজ হলো ‘প্রতিরক্ষা ডিভিডেন্ড’ কাজে লাগানো—যা প্রত্যক্ষভাবে কর্মজীবী মানুষের পকেটে প্রভাব ফেলবে, আমাদের শিল্পভিত্তি পুনর্গঠন করবে এবং ভবিষ্যতের কর্মসংস্থান সৃষ্টি করবে। জাতির নিরাপত্তা এবং জনগণের সমৃদ্ধির জন্য রাষ্ট্র, ব্যবসা ও সমাজ একসাথে কাজ করবে। 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status