ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেয়া যাবে না: ফখরুল

স্টাফ রিপোর্টার

(৫ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৯ অপরাহ্ন

mzamin

মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ‘সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এক স্মরণসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন দেখা যাচ্ছে তাদের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন (নিরাপত্তা উপদেষ্টা) তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে বৃহস্পতিবার একটা কথা বলেছেন, যে যেই থাক মিয়ানমারের পাশে তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, দেশের মানুষ-জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না। আলোচনাটা করেন। আমরা তো দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে আমরা কখনই তো বাধা নই বরঞ্চ আমরা সামনে এসে দাঁড়াবো, বরঞ্চ লড়াইটা আমরাই করি। সেই জায়গায় দয়া করে অনুরোধ করবো, বাংলাদেশে মানুষকে আন্ডার স্টিমেট করবেন না। এখানে কিছু কিছু পণ্ডিত-একামেডিশিয়ান্স সবাই বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবে কোনো কিছু যেটা এদেশের মানুষের পক্ষে যাবে না। সেটা কোনো দিনই করতে পারবেন না।

তিনি বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বার বার বলছি। আমরাই তাদেরকে বসিয়েছি। কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন এমন কাজ করছেন যে, বাংলাদেশের মানুষ ক্লিয়ার না। প্যাসেজ দেবেন, করিডর দেবেন সেই করিডর দেবেন তা নিয়ে  মানুষের সঙ্গে আলাপই করছেন না, কথা বলছেন না। আপনি করিডর দিয়ে দিচ্ছেন আরাকানে, যে আরাকান আর্মি গভর্মেন্টই নেই। করিডর কী দেবেন? যদি প্রয়োজন হয় একশ’ বার দেবেন, মানবতাকে যদি সাহায্য করতে হয়, সাহায্য করবো। কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়েই সেটা করবেন। আপনি দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন, কোনো আলোচনা নাই।

মির্জা ফখরুল বলেন, আমাদের কথাকে ভুল ব্যাখ্যা করে বিচার করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা এটা জানি কেন করা হচ্ছে? গত পরশু (মঙ্গলবার) সেটা প্রমাণিত হয়েছে, বেগম খালেদা জিয়া এদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক নেতা, প্রমাণিত হয়েছে যে, বিএনপি হচ্ছে সবচাইতে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রমাণিত হয়েছে বিএনপি’র হাতেই এবং তারেক রহমানের নেতৃত্বে এদেশের  স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র একমাত্র নিরাপদ।
তিনি বলেন, এখন আপনার সংস্কার করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়। এখন অনেকে বলছে যে, আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার যে একটা চলমান প্রক্রিয়া। সংস্কার হতে হতে আপনার যদি ৫ বছর ১০ বছর লাগে, লাগতে পারে এটা চলমান। তাহলে নির্বাচন ১০ বছরে হবে না। আর ১০ বছর ধরে ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে। এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটের আমলারা ৯০% ফ্যাসিবাদের দোসর। আপনারা (আইনজীবীরা) এখানে আলোচনা করলেন যে আপনাদের বারে অনেকে আছেন যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, তাই না। তা হলে এই অনির্দিষ্টকালের জন্য একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য খুব উপকারে আসবে, আসতে পারে না।

ফখরুল বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনারা অনেক পরিবর্তন আনছেন। বলছেন যে, ফুট স্টেপ রেখে যাবেন। আপনার কী কী পরিবর্তন হয়েছে? আমি আজকে পত্রিকায় দেখলাম, আমাদের পোশাক শিল্পগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকার যে ট্যারিফ পলিসি দিয়েছে তাতে করে, নতুন করে বিনিয়োগ করছেন না। 

আয়োজক সংগঠনের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাহউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট আবদুর রেজ্জাক খান, এডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, প্রয়াত এজে মোহাম্মদ আলীর সহধর্মিণী ফারজানা আলী প্রমুখ বক্তব্য রাখেন।

 

পাঠকের মতামত

দেশ বিরোধী যে কোনো ধরনের করিডর, ট্রান্সফার, ট্রানসিট, ট্রানশিপমেন্ট, আমাদের পোর্ট সমূহ ব্যবহার সম্পূন্নরূপে / সম্পূনভাবে বাতিল করতে হবে, এখনই। ( রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়া / ক্ষমতায় থাকার লোভে দেশ বিরোধী চুক্তি গুলি বাতিল করবে না...)

No name
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:২৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status