অনলাইন
আবদুল হামিদের দেশত্যাগ
পুলিশের ২ কর্মকর্তা বরখাস্ত, দুইজনকে প্রত্যাহার
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ সদরদপ্তর। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরেক বার্তায় জানানো হয়, এই ঘটনায় অতিরিক্ত আইজি (প্রশাসন)-কে প্রধান করে তিন সদস্যের ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে সেই কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। বুধবার দিবাগত রাতে সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ থাই এয়ারের একটি ফ্লাইটে থাইল্যান্ড যান। তার দেশত্যাগে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পাঠকের মতামত
Cat Rat Game, we know what you are doing.
আমরা জাতি হিসেবে কেমন তা ঢাক- ঢোল পিটিয়ে প্রচার করছি। সাবেক রাস্ট্রপতি আব্দুল হামিদের মত মানুষকেও আমরা ধুলায় মিশিয়ে দিচ্ছি। একবারও কি আমরা নিজেকে প্রশ্ন করেছি, আমি নিজে মানুষ হিসেবে কেমন?
বলদগুলো এখনো সৈরাচারের দোসর নিয়া ব্যস্ত! এদিকে দেশের রং যে ধুসর হয়ে যাচ্ছে সেটা এদের মাথায় কুলায় না!
সর্ম্পূনতঃ দায়ী আসিফ নজরুল। সে প্রথমেই এমন ভাবে আইন গেজেটেড করেছে, যাতে সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না যায়। আসিফ নজরুলের ব্যাংক হিসাব চেক করা হোক।
আ॥ হামিদের বিরুদ্ধে কোন মামলা না থাকলে তাকে তার মানসিক স্বাস্থ্য ঠিকঠাক রাখার , বিনোদনের জন্য থাইল্যান্ডের পাতায়া যেতে দেয়া খারাপ কিছু না।
Time is running out brother. Please don't delay. Please call us for another black and white strike for mass people of Bangladesh.
Eye wash
এই সব আই ওয়াশ করা কাজ দেখিয়ে লাভ নেই। সরকার কে বুঝতে হবে মানুষ ঘাস খায় না। পাবলিক ঠিকই বুঝে হামিদ কিভাবে, কাদের সহযোগিতায় দেশ ত্যাগ করেছে।