ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার আবহে মোদির সঙ্গে বিশ্বব্যাংক প্রধানের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৬ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এ ব্যপারে বিশ্বব্যাংক কিছু জানানো হয় নি বলে অভিযোগ করে। অথচ বিশ্বব্যাংক সিন্ধু পানি চুক্তির এক স্বাক্ষরকারী। এই আবহে বৃহস্পতিবার বিশ্বব্যাংকের সভাপতি অজয় ​​বন্গা নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে ভারতের ক্ষেপনাস্ত্র হামলা চালানোর একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

১৯৬০ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভারত স্থগিত করার পরপরই প্রধানমন্ত্রী মোদীর সাথে বিশ্বব্যাংকের সভাপতির এই বৈঠক। বিশ্বব্যাংক নয় বছর ধরে চলা আলোচনায় সহায়তা করেছিল যা চুক্তির পথ প্রশস্ত করেছিল। বিশ্বব্যাংক চুক্তির স্বাক্ষরকারীও।

সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর, ভারত গত কয়েকদিন ধরে চেনাব নদীর উপর অবস্থিত বাগলিহার বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। বাগলিহার বাঁধটি জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় অবস্থিত এবং বর্তমানে ৯০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করে।

সিন্ধু পানি চুক্তির সাথে সঙ্গতিপূর্ণভাবে নির্মিত, এটি কেবলমাত্র একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পানি ধরে রাখতে পারে। একবার তা পূরণ হয়ে গেলে, ভারতকে পানি ছেড়ে দিতে হবে। দীর্ঘ সময় ধরে পানি বন্ধ করার একমাত্র উপায় হল বাঁধের উচ্চতা বৃদ্ধি করা, যা রাতারাতি ঘটবে না। তাই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পানি আটকানোর পদক্ষেপ পাকিস্তানের জন্য একটি বার্তা বলে মনে করা হচ্ছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status