ঢাকা, ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

অপারেশন সিঁদুরের পর মোদির ইউরোপ সফর স্থগিত, আধাসেনার ছুটি বাতিলের সিদ্ধান্ত

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৬:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৫ পূর্বাহ্ন

mzamin

অপারেশন সিঁদুরের পর ইউরোপ সফর বাতিল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, এ মাসেই ক্রোয়েশিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ডসে যাওয়ার কথা ছিল তার। সেই সফর বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে সফর বাতিল হলো সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এমন স্পর্শকাতর পরিস্থিতিতে দেশের বাইরে থাকতে চান না প্রধানমন্ত্রী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনা। তারপর বুধবারই জানা গিয়েছে, বিদেশ সফরে যাচ্ছেন না মোদি। ফলে প্রশ্ন উঠছে, অপারেশন সিঁদুরের পর কি আবারও পাকিস্তানের উপর হামলার পরিকল্পনা রয়েছে ভারতের? সেকারণেই কি আপাতত দেশ ছাড়তে চাইছেন না প্রধানমন্ত্রী? অপারেশন সিঁদুরের পর পাল্টা আঘাত হানতে পারে পাকিস্তানও। সবমিলিয়ে এহেন স্পর্শকাতর পরিস্থিতিতে দেশেই থাকতে চান প্রধানমন্ত্রী। 

এদিকে অপারেশন সিঁদুরের সাফল্যের পর পাকিস্তানের তরফ থেকে কোনওরকম হামলা রুখে দিতে দেশের আধা সেনার ছুটি বাতিলের নির্দেশ দিলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রণালয়। পাশাপাশি যে জওয়ানরা বর্তমানে ছুটিতে রয়েছেন তাদেরও কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এমনটাই খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের। পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯ জায়গায় ‘জঙ্গিঘাঁটি’ গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় ভাওয়ালপুরে জৈইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেয়া হয়েছে। 

গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতির মাঝেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, দেশের আধাসেনার সব জওয়ানের ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি ও সিআইএসএফের মতো প্রধান সব আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিজের কর্তব্যে ফিরতে হবে। নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত সেনা মোতায়েন করার নির্দেশের পাশাপাশি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জারি হয়েছে হাই অ্যালার্ট।

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status