ঢাকা, ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

মুক্তিযুদ্ধের চেতনাওয়ালারা এখন মুক্তিযোদ্ধাদের উপর গুপ্ত হামলা চালাচ্ছে: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৫:১৭ অপরাহ্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদার (মুকুল) এর  উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাওয়ালী আওয়ামী লীগ এখন মুক্তিযোদ্ধাদের উপর  হামলা চালাচ্ছে। তিনি বলেন, কথাবার্তা পরিষ্কার আওয়ামী লীগের রাজনীতি চূড়ান্ত ভাবে নিষিদ্ধ না হলে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ পরিবার এবং দেশের জনগণ নিরাপদ থাকতে পারবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামী লীগ গত পনের বছর স্বাধীনতার চেতনা বিক্রি করে দেশকে হিন্দুস্তানের হাতে তুলে দিয়েছে। ক্ষমতা হারানোর পর এখন দেউলিয়া হয়ে বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলা -মামলা এবং লুটপাট শুরু করেছে। 
রাশেদ প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদার (মুকুল) এর উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। তিনি আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন। উল্লেখ্য যে, গত রবিবার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদার (মুকুল) এর গ্রামের বাড়ীতে রাতে ডাকাতি হয় এবং ঘরের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় আওয়ামী সন্ত্রাসীরা। এই সংবাদ শুনে তিনি সোমবার নরসিংদীর পলাশবাজার সংলগ্ন চলনা গ্রাম নিজ বাড়ীতে যান। এসময় ওঁতপেতে থাকা  আওয়ামী লীগের সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনার স্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা এসে উদ্ধার করে তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status