অনলাইন
ব্যারিস্টার রাজ্জাকের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে বিচারকাজ
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ (সোমবার) অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ। সোমবার এ নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
এদিন আপিল বিভাগের বিচারকাজ বেলা ১১টা পর্যন্ত চলবে। হাইকোর্ট বিভাগের বিচারকাজ দুপুর ১টা পর্যন্ত চলবে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মরদেহ আজ সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে সহকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।
এর আগে ৪ মে বিকাল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাক রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুরুতর অসুস্থতা নিয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন পর গত ২৬ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়মিত হন। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন।
যুক্তরাজ্যে থাকা অবস্থায় ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন রাজ্জাক। এরপর তিনি নতুন দল আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হন। গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন রাজ্জাক।