অনলাইন
রাজনীতিকরণ সংবাদমাধ্যমের শত্রু: তথ্য উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
(৩ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ৫:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৯ অপরাহ্ন

রাজনীতিকরণ সংবাদমাধ্যমের শত্রু এবং এটাই মূলত সংবাদকর্মীদের অধিকারহীনতার উৎস বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সকালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপির) সভাকক্ষে ‘ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলম বলেন, ‘কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না। তারা লেখে জুলাই আন্দোলন। তারা বলেন, ক্ষমতার পটপরিবর্তনের পরবর্তী সরকার। এর মানে দাঁড়ায়, এখানে দুই হাজার মানুষ শহীদ হয়নি। একটা চক্রান্ত হয়েছিল, সেখানে হাসিনাকে উৎখাত করা হয়েছে। সংবাদমাধ্যম এটা করতে পারে না।’
ফ্যাসিবাদের পক্ষে সম্মতি না দিতে আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আপনারা লেখেন, জনগণ আপনাদের দেখে নিবে। শহীদ ফ্যামিলিও আপনাদের দেখে নেবে। আপনাদের সাহস হয় কীভাবে? আপনাদের চোখের সামনে ঘটেছে সবকিছু। আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না।’
সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, গণমাধ্যম সংস্কার কমিশন চেয়ারম্যান কামাল আহমেদ ও তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাসে্টর এমডি এম আব্দুল্লাহ।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এ সময় ‘ফ্যাসিবাদী শাসনে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ওই প্রকাশনায় পনেরো বছরে ৬১ জন সাংবাদিককে হত্যা এবং ৩ হাজার ৫৮৮ জনকে নির্যাতনের তথ্য তুলে ধরা হয়েছে।